আইএনএস খান্ডেরি (২০১৭)

আইএনএস খান্ডারি (S৫১) হল ভারতীয় নৌ সেনার দ্বিতীয় স্করপেন গোত্রের সাবমেরিন ।মুম্বইয়ের মাজাগাঁও ডক থেকে আনুষ্ঠানিক ভাবে এই ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনটিকে ১২ ডিসেম্বর ২০১৭ সালে জলে নামানো হয়েছে। ১২ ডিসেম্বর ২০১৭ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএনএস খান্ডেরি নামে এই অ্যাটাক সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা। টর্পেডো এবং অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করে হামলা চালাতে সক্ষম এই ডুবোজাহাজ। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল সুনীল লানবার উপস্থিতিতে আইএনএস খান্ডেরি আনুষ্ঠানিক ভাবে জলে নেমেছে।

INS Khanderi at sea.jpg
ইতিহাস
স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS_utilities" নামক কোন মডিউল নেই।ভারত
নাম: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
নামকরণ: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
নির্মাণাদেশ: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
নির্মাতা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
অভিষেক: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
কমিশন লাভ: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
শনাক্তকরণ: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
অবস্থা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার ও শ্রেণী: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
ওজন: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
দৈর্ঘ্য: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
প্রস্থ: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
গভীরতা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
ড্রাফট: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
প্রচালনশক্তি: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
গতিবেগ: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
সীমা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
সহনশীলতা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
পরীক্ষিত গভীরতা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
লোকবল: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।
রণসজ্জা: স্ক্রিপ্ট ত্রুটি: "WPSHIPS utilities" নামক কোন মডিউল নেই।

নির্মাণ ইতিহাস

ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে মোট ছ’টি স্করপেন ক্লাস সাবমেরিন তৈরি করছে ভারত। মোট খরচ ৩০০ কোটি ডলার।দ্বিতীয় স্করপেন ক্লাস অ্যাটাক সাবমেরিন আইএনএস খান্ডেরি নৌসেনার হাতে চলে এল।মনে করা হচ্ছে ২০১৭ সালের শেষের দিকে এই সাবমেরিন সম্পূর্ণ রূপে ভারতীয় নৌবাহীনির হাতে চলে আসবে।

বৈশিষ্ট

তথ্যসূত্র

  1. "Submarine 'Khanderi' Launched" (সংবাদ বিজ্ঞপ্তি)। Indian Navy। ২০১৭-০১-১২। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১২ 
  2. "Second Scorpene submarine ready"The Hindu। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১০ 

বহিঃসংযোগ