গুরু (২০০৩-এর চলচ্চিত্র)

গুরু হল ২০০৩ -এ মুক্তিপ্রাপ্ত স্বপন সাহা পরিচালিত বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র, এতে মিঠুন চক্রবর্তী, তাপস পাল, শুভেন্দু চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত প্রমুখ অভিনয় করেছেন।[১][২] চলচ্চিত্রটি রজনীকান্ত অভিনীত তামিল ব্লকবাস্টার বাদশা চলচ্চিত্রের পুনর্নির্মাণ, যা নিজেই হিন্দি হাম চলচ্চিত্রের ওপর ভিত্তি করে নির্মীত এবং সম্প্রতি বাংলাদেশে এফ আই মানিক পরিচালিত মান্নাপূর্ণিমা অভিনীত সুলতান চলচ্চিত্রটি ২০০১ সালে পুননির্মীত হয়।

গুরু
পরিচালকস্বপন সাহা
প্রযোজকসুরিন্দর ফিল্মস
শ্রেষ্ঠাংশেমিঠুন চক্রবর্তী
তাপস পাল
রচনা ব্যানার্জী
যীশু সেনগুপ্ত
লাবণী সরকার
শুভেন্দু চট্টোপাধ্যায়
সুরকারবাবুল বোস
মুক্তি২০০৩
দৈর্ঘ্য১৩৫ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়৩ কোটি ভারতীয় রুপি

কাহিনি

গুরু একটি অপরাধ বিষয়ক চলচ্চিত্র, যেখানে মিঠুন চক্রবর্তী (রাজা/গুরু) প্রতিশোধের চরিত্রে অভিনয় করে।

অভিনয়ে

সঙ্গীত

গুরু
বাবুল বোস কর্তৃক সাউণ্ড-ট্রেক্
মুক্তির তারিখ২০০৩
শব্দধারণকেন্দ্রসুরিন্দর ফিল্মস
ঘরানাফিল্মের সাউন্ডট্র্যাক
গুরু থেকে একক গান

সবগুলি গানের গীতিকার গৌতম সুস্মিত; সবগুলি গানের সুরকার বাবুল বোস।

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."ভদ্রা ফাল্গুন চৈত্র আষার শ্রাবন"বিনোদ রাঠোর৪:১৮
২."তাকেই বলে ভালোবাসা"সাধনা সরগম, বাবুল সুপ্রিয়৫:০৩
৩."অলিতে গলিতে জানা গেল নাম (আমি রাধা তুমি শ্যাম)"শান, শ্রেয়া ঘোষাল৪:২৮

মুক্তি

চলচ্চিত্রটি ২০০৩ সালে মুক্তি পায় এবং বাংলায় ব্যাপক সাফল্য অর্জন করেছিল।

তথ্যসূত্র

  1. "Guru (2003) Bengali Action Movie By Mithun Chakraborty"। youtube। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪ 
  2. "Bengali Tollywood Movies-Guru(2003)Bengali"। bengalitollywood। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪ 

বহিঃসংযোগ