জনতা পার্টি ভারতের একটি অধুনা-অবলুপ্ত রাজনৈতিক দল।

জনতা পার্টি
সংক্ষেপেJNP
নেতাসুব্রামানিয়ান স্বামী
প্রতিষ্ঠাতাজয়প্ৰকাশ নারায়ণ
প্রতিষ্ঠা২৩ জানুয়ারি ১৯৭৭ (৪৭ বছর আগে) (1977-01-23)
ভাঙ্গন১১ আগস্ট ২০১৩ (১০ বছর আগে) (2013-08-11)
একীভূত হয়েছেভারতীয় জনতা পার্টি
পরবর্তীজনতা পরিবার
মতাদর্শভারতীয় জাতীয়তাবাদ
বিরোধী-ভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতীয় কমিউনিস্ট পার্টি
রাজনৈতিক অবস্থানBig tent
আনুষ্ঠানিক রঙ         Orange, Green
জাতীয় আহ্বায়কসুব্রামনিয়ান স্বামী
নির্বাচনী প্রতীক
চিত্র:জনতা পার্টির প্রতীক.png
ওয়েবসাইট
www.janataparty.in
ভারতের রাজনীতি

প্রতিষ্ঠাতা

এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ

ক্ষমতা দখল

ভারতে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করে ১৯৭৭ সালে এই দলই প্রথম অকংগ্রেসি দল হিসেবে কেন্দ্রে ক্ষমতা দখল করে। মোরারজি দেসাই প্রধানমন্ত্রী হন । ১৯৭৭ থেকে ১৯৮০ পর্যন্ত লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জনতা দল সরকার টিকিয়ে রেখেছিল।