নন্দিনী গৌড় (জন্ম ১৯৬৭) হলেন ভারতীয় চিত্রশিল্পী এবং ছাপচিত্রী। তিনি ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা। তিনি বিভিন্ন পুরস্কার এবং ফেলোশিপ পেয়েছেন, যেমন ১৯৯৮ থেকে ২০০০ সালে ভারত সরকারের সংস্কৃতি বিভাগ থেকে চিত্রাঙ্কনের জন্য জুনিয়র ফেলোশিপ এবং ১৯৯৫ সালে জাতীয় বৃত্তি।

নন্দিনী গৌড়
জন্ম১৯৬৭ সাল
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণচিত্রাঙ্কন

জীবনী

নন্দিনী গৌড় প্রবীণ শিল্পী লক্ষ্মা গৌড়ের কন্যা এবং ১৯৬৭ সালে তিনি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের মেদকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বড়োদরার এমএস বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদ থেকে চিত্রশিল্পে স্নাতক এবং ছাপচিত্রে স্নাতকোত্তর করেছেন।[১]

তাঁর কাজ

হায়দ্রাবাদের রাস্তায় বসবাস এবং গ্রামীণ মানুষের সামাজিক জীবন ও তাদের গৃহপালিত প্রাণী যেমন বিড়াল, ছাগল ইত্যাদি গৌড়ের কাজে চিত্রিত হয়েছে। তাঁর কাজের মধ্যে শহুরে বিবরণও চিত্রিত হয়েছে, সেগুলি পরিবারের অভ্যন্তরীণ সামগ্রীর উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। সেগুলির মধ্যে আছে ফুলদানি, টেবিলের উপরে ফল এবং সাজের সরঞ্জাম ইত্যাদি। [২][৩]

নন্দিনী গৌড়ের নিজের ভাষায়, তিনি বলেছেন "ভারতীয় নগরীর চিত্রাঙ্কনের সাথে জড়িত নান্দনিক বিষয়গুলি সম্পর্কে দৃঢ়রূপে উপস্থিত হওয়ার ক্ষেত্রে আমার প্রচেষ্টা মূলত চিত্রের সংগঠনে স্থানের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল"।[৪]

প্রদর্শনী

বিভিন্ন ভারতীয় কিংবদন্তী শিল্পী, যেমন মকবুল ফিদা হুসেন, শামশাদ হুসেন এবং লক্ষ্মা গৌড়ের পাশাপাশি তাঁর চিত্রগুলি পরম্পরা, ফেমিনাইন মিউজিক, কিউরিওসিটি গ্যালারীতে প্রদর্শিত হয়েছে।

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২১ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ মে ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২১ 
  3. http://www.fullhyderabad.com/profile/events/136/2/visible-voices_review
  4. "Archived copy"। ৮ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০০৮ 

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।