পারভেজ হুসেন তালুকদার

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

পারভেজ হুসেন তালুকদার একাজন বাংলাদেশী কবি, শিশুসাহিত‍্যিক ও সাহিত‍্য সম্পাদক[১][২][৩]। হাওর অঞ্চলের সুলতান ছড়াকার বলা হয়[৪]। তিনি কাব‍্য কিশোর সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, তাছাড়াও তিনি মুক্তকথন ও আলোর মিছিল ম‍্যাগাজিন সম্পাদনা করেন।[৫][৬]

পারভেজ হুসেন তালুকদার
মোঃ পারভেজ হুসেন তালুকদার
জন্ম
জান্নাত হোসেন

২৩ শে আগস্ট ২০০৫ ইংরেজি।
জটিচর, দিরাই, সুনামগঞ্জ, বাংলাদেশ।
জাতীয়তাবাংলাদেশী
পেশা
  • কবি
  • শিশুসাহিত‍্যিক
  • সম্পাদক
পরিচিতির কারণসাহিত্যকর্ম
উপাধি
  • হাওর অঞ্চলের সুলতান ছড়াকার ( একুশে সংবাদ )
  • তারুণ্যের অহংকার ( মাসিক আলোর মিছিল )
পিতা-মাতাআবুল কাশেম তালুকদার, সুলতানা পারভিন

জন্ম

জন্ম ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে। পিতা আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভিন। নিজের পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই বড়।

লেখাপড়া

লেখাপড়ায় গচিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে পিএসসি পাস করেন ২০১৬ সালে এবং গচিয়া এস এস উচ্চ বিদ‍্যালয় থেকে জেএসসি পাস করেন ২০১৯ সালে। তিনি সিলেট বোর্ড থেকে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।

প্রকাশনা

এই লেখক দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকা ও ম‍্যাগাজিনে নিয়মিত লিখেন। তিনি ইন্টারনেট নির্ভর দুনিয়ার সাথে তাল মিলিয়ে প্রকাশ করেন ই-বই।