ভারতপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/রবি

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

রবি

এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/০); শেষ হবে: ‍‍২৫ মার্চ ২০২২ ০৩:৪৯ (ইউটিসি)

মনোনয়ন

বাংলা ভারতপিডিয়ার সম্প্রসারণ, গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টি, ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আমার অংশগ্রহণ। বিশাল এ জ্ঞানরাজ্যে খানিকটা অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিকার অর্থেই আনন্দিত ও গর্বিত। আশা আছে, উইকির মানকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবার। দীর্ঘদিন যাবৎ উইকির সার্বিক মান উজ্জ্বীবিতকরণে বৈচিত্র্যপূর্ণ নিবন্ধ সৃষ্টির পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও যথাসম্ভব অংশগ্রহণ করে আসছি। ব্যক্তিগত সীমাবদ্ধতাসহ সময় সঙ্কীর্ণ থাকা স্বত্ত্বেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এর মান ও গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টি করতে। বিভিন্ন ধরনের গ্যাজেট, মিডিয়াউইকির বিষয়ে কাজ করার জন্য এবং ব্যবহারের মাধ্যমে বাংলা উইকিকে তার ইপ্সিত লক্ষ্য ও গতিশীলতার স্বার্থে প্রশাসকের জন্য আবেদন করছি। আন্তরিকভাবে আশাবাদী ও বিশ্বাসী যে, প্রশাসক হবার মাধ্যমে বাংলা ভারতপিডিয়ার অগ্রযাত্রায় নিজেকে আরো মেলে ধরতে পারবো যা উইকি সম্প্রসারণে দ্রুত ও ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে। বর্তমানে বাংলা ভারতপিডিয়ায় একজনও মাতৃভাষার ব্যবহারকারী নেই, আমি আশা করি বাংলা আমার মাতৃভাষা হওয়ায় আমি ভারতপিডিয়াকে ভালোভাবে গঠন করতে সক্ষম হবো। ধন্যবাদ সহযোগে -- রবি (আলাপ) ২০:৪৯, ১৭ মার্চ ২০২২ (PDT)

সমর্থন

  1. আমি দেখতে পাচ্ছি যে আপনি বাংলা ভারতপিডিয়ার উন্নতি এবং পরিচালনার জন্য একটি দুর্দান্ত কাজ করছেন তাই আপনার জ্ঞান অনুসারে আমি আপনাকে অ্যাডমিনশিপ ব্যবহারকারীর অধিকার দিয়েছি। আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। WikiDwarf (আলাপ) ০৯:৩০, ২১ মার্চ ২০২২ (PDT)

বিরোধিতা

নিরপেক্ষ

মন্তব্য