তানাজ ইরানি

ভারতপিডিয়া থেকে
ImportMaster (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৩২, ২৭ এপ্রিল ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ (robot: Import articles using বিশেষ:আমদানি)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
তানাজ ইরানি
Tanaaz-Irani.jpg
২০১৩ সালে তানাজ ইরানি
জন্ম (1972-04-08) ৮ এপ্রিল ১৯৭২ (বয়স ৫২)
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীবখতিয়ার ইরানি (বি. ২০০৭)
ওয়েবসাইটwww.tannazirani.com

তানাজ ইরানি (বা তানাজ লাল; জন্ম: ৮ই এপ্রিল ১৯৭২) একজন ভারতীয় অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি তাঁর অভিনয় জীবনের প্রথম দিকে তানাজ লাল এবং তানাজ কুরিম (তাঁর প্রাক্তন স্বামী ফরিদ কুরিম) হিসাবেও ভূষিত হয়েছিলেন। তিনি ২০০৯ সালে কালার্স টিভি-এ প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৩য় আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন; যেখানে তিনি ১০ম স্থান অধিকার করেছিলেন।

কর্মজীবন

তানাজ ইরানি ২০০০ সালে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন, তাঁর প্রথম চলচ্চিত্রের নাম ছিল হদ কর দি আপনে। তিনি ২০০২ সালে অনুষ্ঠিত মিসেস ইন্ডিয়া-র রানার আপও ছিলেন। আব্বাস মস্তানের রোমাঞ্চকর ছবি ৩৬ চায়না টাউন, সুরজ বরজাতিয়ার ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ এবং জুগল হন্সরাজের রোডসাইড রোমিও তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে অন্যতম। এছাড়াও তিনি ইয়ে মেরি লাইফ হ্যায় এবং কিস দেশ মে হ্যায় মেরা দিল-সহ বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি রাকেশ রোশন পরিচালিত কহো না প্যার হ্যায় নামক চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রে তিনি আমিশার সম্পর্কিত বোন নিউজিল্যান্ডের নীতার চরিত্রে অভিনয় করেছিলেন।[১] পঙ্কজ কাপুর অভিনীত জবান সামহাল কে ছবিতে হিন্দি শেখার চেষ্টা করা এক অল্প বয়স্ক অ্যাংলো-ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ২০০৯ সালে, কালার্স টিভি-তে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৩য় আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন; যেখানে তিনি ৪১ দিন অবস্থান করে অবশেষে ১০ম স্থান অধিকার করেছিলেন।[২] বর্তমানে তিনি স্টার প্লাসে প্রচারিত কাহাঁ হাম কাহাঁ তুম নামক টেলিভিশন ধারাবাহিকে নিশি সিপ্পি চরিত্রে অভিনয় করছেন।

ব্যক্তিগত জীবন

তানাজ ইরানি ১৯৭২ সালের ৮ই এপ্রিল তারিখে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগতভাবে একজন ভারতীয় পারসী। তানাজের জিউস নামে একটি ছেলে এবং জিয়ান নামে এক কন্যা সন্তান আছে। জিয়ানের জন্ম হয়েছিল পূর্ব বিবাহ থেকে। বর্তমানে তিনি বখতিয়ার ইরানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফরিদ কারিউমকে বিয়ে করার সময় তানাজ খুব ছোট ছিলেন। তিনি যখন জিয়ানের মা হয়েছিলেন তখন তিনি মাত্র ২০ বছর বয়সী ছিলেন।[৩] ফরিদ কুরিমের সাথে বিবাহ বিচ্ছেদের পরে তিনি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় শুরু করেন। ২০০৬ সালে, ফেম গুরুকুলের সেটে অভিনেতা বখতিয়ার ইরানি (দেলনাজ ইরানির ভাই)-এর সাথে তাঁর দেখা হয়েছিল। দুই জন দুইজনের প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বখতিয়ারের পরিবার এটিকে অনুমোদন দেয়নি; কারণ তানাজ বখতিয়ারের চেয়ে সাত বছরের বড়। যাহোক, দেলনাজ এবং তাঁর বড় ভাই পৌরুষ ইরানি তাঁদের বাবা-মাকে বোঝাতে সহায়তা করেছিলেন এবং অবশেষে ২০০৭ সালে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০৮ সালের ২০শে মার্চ তারিখে এই দম্পতির প্রথম সন্তান (যা একটি ছেলে সন্তান) জন্মগ্রহণ করে। তাঁরা গ্রীক ঈশ্বর জিউস-এর নাম অনুসারে তাঁদের ছেলের নামকরণ করেছিল।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. / "Tanaaz Currim Irani" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)IMDb 
  2. "Rakhi's mom on Bigg Boss"The Times of India। ২০০৯-১০-০৬। 
  3. "Tanaaz gives birth to a baby girl"। ২০১২-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১৫ 

বহিঃসংযোগ