জি কুপুস্বামী নাইডু

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

জি কুপুসস্বামী নাইডু ছিলেন প্রথম দিকের ভারতীয় উদ্যোক্তাদের একজন। [১] তিনি ১৯১০ সালে লক্ষ্মী মিলস কোম্পানী, একটি বড় টেক্সটাইল সুতা এবং কাপড় প্রস্তুত কারখানা, ভারতের কয়েম্বাটুরে প্রতিষ্ঠা করেছিলেন। [২]

কোয়েম্বাতরে, পল্লাদামকোভিলপট্টিতে এই সংস্থার তিনটি সমন্বিত টেক্সটাইল ইউনিট রয়েছে। মিলের প্রবর্তকরা বিভিন্ন টেক্সটাইল যন্ত্রপাতি সংস্থা, উল্লেখযোগ্যভাবে এলএমডব্লিউ এবং চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে সহায়ক ভূমিকা পালন করেছিলেন।

ভারতীয় মোটর প্রতিযোগিতার কিংবদন্তি সুন্দরম করিবর্ধন ছিলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং এক সময়ের ব্যবস্থাপনা পরিচালকের নাতি। গ্রুপ সংস্থাগুলি হকি, মোটর প্রতিযোগিত এবং ঘোড় দৌড়সহ বিভিন্ন খেলাধুলা প্রচার করে।

তথ্যসূত্র

  1. "History of Lakshmi Mills"Lakshmi Mills। ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৬ 
  2. Lakshmi Mills: http://www.lakshmimills.com/history.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১০ তারিখে