অংম্রাচিং মারমা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অংম্রাচিং মারমা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অংম্রাচিং মারমা
জন্ম (1990-01-25) ২৫ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ
উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড, মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১ শেখ জামাল মহিলা
২০১৩ ঢাকা আবাহনী মহিলা (২৯)
জাতীয় দল
২০০৯–২০১৫ বাংলাদেশ ১৯ (৫)
অর্জন ও সম্মাননা
* শুধুমাত্র ঘরোয়া লীগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ডিসেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ মার্চ ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

অংম্রাচিং মারমা একজন বাংলাদেশী পেশাদার মহিলা ফুটবলার, যিনি ফরোয়ার্ড হিসাবে খেলেন, এবং মধ্যমাঠের খেলোয়াড় হিসাবে খেলতে পারেন। তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে খেলেছেন। তিনি বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন।

প্রারম্ভিক জীবন

অংম্রাচিং মারমা ১৯৯০ সালে বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় জন্মগ্রহণ করেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০০৯ সালে জাতীয় দলের হয়ে অংম্রাচিং মারমার অভিষেক ঘটে। তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন।

সম্মাননা

ক্লাব

শেখ জামাল মহিলা

ঢাকা আবাহনী মহিলা

বাংলাদেশ আনসার

  • জাতীয় ফুটবল প্রতিযোগিতা
    • বিজয়ী (১): ২০১১[৩]

আন্তর্জাতিক

ব্রোঞ্জ : ২০১০

তথ্যসূত্র

  1. "Jamal clinch women's title"archive.bff.com.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 
  2. "Abahani clinch women's football league title"ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩ 
  3. "আনসার চ্যাম্পিয়ন"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১