অওরত (১৯৬৭-এর চলচ্চিত্র)

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অওরত
চিত্র:অওরত (১৯৬৭-এর চলচ্চিত্র).jpg
পরিচালকএস. এস. বাসান
এস. এস. বালান
প্রযোজকএস. এস. বাসান
এস. এস. বালান
রচয়িতাকে. এস. গোপালকৃষ্ণ
শ্রেষ্ঠাংশেপদ্মিনী
প্রাণ
রাজেশ খান্না
ফিরোজ খান
সুরকাররবি
চিত্রগ্রাহককমল ঘোষ
সম্পাদকএম উমানাথ
পরিবেশকজেমিনি পিকচার্স
মুক্তি
  • ১৮ আগস্ট ১৯৬৭ (1967-08-18)
দেশভারত
ভাষাহিন্দি

অওরত হচ্ছে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটির পরিচালক ছিলেন এস. এস. বাসান এবং এস. এস. বালান, তারা দুজন চলচ্চিত্রটির প্রযোজকও ছিলেন। ১৯৬৬ সালের তামিল চলচ্চিত্র 'চিটঠি'-এর পুনঃনির্মাণ ছিলো এই চলচ্চিত্রটি।[১] চলচ্চিত্রটিতে অভিনয় করেন পদ্মিনী, প্রাণ, রাজেশ খান্না, ফিরোজ খান, নাজিমা, ললিতা পবার এবং লীলা চিটনিস

অভিনয়ে

সঙ্গীত

# গান কণ্ঠশিল্পী
"মেরি গাড়ি উড়ান খাটোলা" মোহাম্মদ রফি
"শোলা উলফাত কা ভাড়কাকে" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে
"ইয়ে কৌন হ্যায়, জিসকে আনে সে" মহেন্দ্র কাপুর, আশা ভোঁসলে
"হামে তুমসে মোহাব্বাত হ্যায়" আশা ভোঁসলে
"নারী জীভান ঝুলে কি তারাহ" লতা মঙ্গেশকর
"নারী জীভান - সংস্করণ ২" লতা মঙ্গেশকর
"নিন্দিয়া কি নাগরি" লতা মঙ্গেশকর

তথ্যসূত্র

  1. Malhotra, APS (২৪ মে ২০১২)। "Blast From The Past: Aurat (1967)"The Hindu। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ