অজৈতা শাহ

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অজৈতা শাহ
জাতীয়তাভারতীয়
পেশাউদ্যোক্তা ও সমাজকর্মী
পুরস্কারউইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার, ২০১৮

অজৈতা শাহ হলেন একজন ভারতীয় উদ্যোক্তা এবং সমাজকর্মী। তিনি ফ্রন্টিয়ার মার্কেটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফ্রন্টিয়ার ইনোভেশন ফাউন্ডেশনের সভাপতি।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

অজৈতা শাহ নিউ ইয়র্ক শহরের একটি ভারতীয় সম্প্রদায়ের মধ্যে বড়ো হয়েছেন। তিনি টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে বিএ ডিগ্রি অর্জন করেছেন। ২০০৬ সালে তিনি আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের ফেলো ছিলেন। তারপর তিনি সরকারি গবেষণা এবং মধ্যস্থতার বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করেন। তিনি মাইক্রো ফাইন্যান্সে কাজ করার জন্য কলেজ শিক্ষা শেষ করে পরে ভারতে চলে আসেন।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মজীবন

অজৈতা শাহ এর আগে ভারতে এসকেএস মাইক্রোফাইন্যান্স ও উজ্জ্বন ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ভারতের ৭টি রাজ্যে অসংখ্য উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন।

তিনি দক্ষিণ এশিয়া এবং লাতিন আমেরিকায় মাইক্রোফাইন্যান্স সম্পর্কে বিশ্ব ব্যাংকের সাথে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি সামাজিক কর্মক্ষমতা টাস্ক ফোর্সের কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি একজন ক্লিন্টন সার্ভিস কর্প, ইকোং গ্রিন এবং কর্ডেস ফেলো ছিলেন।[১][২]

সম্মান এবং পদবী

  • সোক্যাপ স্কলার
  • ২০১২ ইকোনিং গ্রিন ফেলো
  • ২০১৩ ফোর্বস ৩০ আন্ডার ৩০ সামাজিক উদ্যোক্তা
  • ল 'ওরাল উইমেন অফ ওয়ারথ পুরস্কার
  • সিএনবিসি বর্ষসেরা নারী উদ্যোক্তা
  • বর্ষসেরা নারী উদ্যোক্তা
  • উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার ২০১৮, জাতিসংঘ এবং এনআইটিআই আয়োগ দ্বারা প্রদত্ত [৩][৪]
  1. "Solar Prahari"NASSCOM Foundation। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯ 
  2. "Grantee: Frontier Markets"National Geographic Society 
  3. "Women Transforming India Awards 2018"NITI Aayog, (National Institution for Transforming India)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯ 
  4. "Women Transforming India Awards 2018"United Nations India। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯