অনন্ত ভালবাসা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অনন্ত ভালোবাসা
চিত্র:অনন্ত ভালবাসা.jpg
অনন্ত ভালবাসা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসোহানুর রহমান সোহান
প্রযোজকএস পি প্রডাকশন
চিত্রনাট্যকারসোহানুর রহমান সোহান
কাহিনিকারহেনরী আমিন
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
আলম খান
চিত্রগ্রাহকশহীদুল্লাহ দুলাল
সম্পাদকজিন্নাত হোসেন
প্রযোজনা
কোম্পানি
এস পি প্রডাকশন
পরিবেশকএস পি প্রডাকশন
মুক্তি
  • ২৮ মে ১৯৯৯ (1999-05-28)[১]
দৈর্ঘ্য১৫৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অনন্ত ভালবাসা হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এবং প্রযোজনা করেছে এস পি প্রডাকশন। ছবিটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হেনরী আমিন। গল্প তৈরি করেছেন আবু সাঈদ খান। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খানইরিন জামান। এটি শাকিব খান ও ইরিন জামান এর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। ,[২] এবং আবুল হায়াত, রাজীব, নাসির খান, ডলি জহুর, রিনা খানমিশা সওদাগর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[৩] এটি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও ইরিন জামানের অভিষেক চলচ্চিত্র হিসাবে উল্লেখযোগ্য হয়ে আছে।[৪]

সারসংক্ষেপ

আফজাল চৌধুরীর (আবুল হায়াত) আশরাফ চৌধুরী (ওয়াসীমুল বারী রাজীব) ও আকরাম চৌধুরী (নাসির খান) নামে দুই সৎভাই রয়েছে। তারা তার সম্পত্তির লোভে আফজাল চৌধুরীকে হত্যা করে এবং তার গর্ভবতী স্ত্রী নাজমার (ডলি জহুর) উপর সব দোষ চাপিয়ে দেয়। তার সাজা ভোগ করার পর, তিনি তার ছেলে মশালের (শাকিব খান) কাছে আবারও ফিরে আসেন। অন্যদিকে আশরাফ চৌধুরীর মেয়ে জ্যোতিও (ইরিন জামান) এখন বড়। একদিন মশাল জ্যোতিকে কিছু গুন্ডা থেকে রক্ষা করে। এবং পরে তারা একে-অপরের গভীর প্রেমে পড়ে যায়। তবে তারা যখন তাদের পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জানবে, তখন কী হবে এটাই দেখা যাবে চলচ্চিত্রে।

অভিনয়

সঙ্গীত

অনন্ত ভালবাসা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলআলম খান। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, কনকচাঁপা, ও ডলি সায়ন্তনী।

তথ্যসূত্র

  1. "শাকিব খানের ২০ বছর"দৈনিক মানবজমিন। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯ 
  2. "দেখা দিলেন শাকিব খানের প্রথম সিনেমার নায়িকা"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫ 
  3. "ঢাকাই ছবিতে নায়ক-ভিলেন রসায়ন"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬ 
  4. নূর, নাইস (১৪ ফেব্রুয়ারি ২০১৭)। "ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না : শাকিব"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি mw.title.lua এর 318 নং লাইনে: bad argument #2 to 'title.new' (unrecognized namespace name 'প্রবেশদ্বার')।