অনুপ ধনক

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অনুপ ধনক একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৪ এবং ২০১৯ সালে উকানা আসন থেকে ভারতীয় জাতীয় লোক দলের হয়ে হরিয়ানা বিধানসভায় সদস্য নির্বাচিত হয়েছিলেন। [১]

তিনি ভারতীয় জাতীয় লোকদলের বিভক্ত হওয়ার পরে দুশিয়ন্ত চৌতলার জান্নায়ক জনতা পার্টিতে যোগ দেওয়া চার বিধায়কদের মধ্যে একজন ছিলেন। [২] [৩] ১৯৯৯ সাল থেকে তিনি মনোহর লাল খট্টরের ২য় মন্ত্রণালয়ে প্রত্নতত্ত্ব ও যাদুঘর এবং শ্রম ও কর্মসংস্থান বিভাগের স্বতন্ত্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। [৪]

তথ্যসূত্র

  1. "Haryana Vidhan Sabha MLA"। haryanaassembly.gov.in। ৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  2. Abhay Chautala Removed As Leader Of Opposition From Haryana Assembly
  3. Disqualification issue: 4 INLD MLAs to file reply on Wednesday
  4. "JJP's MLA Anoop Singh Dhanak rewarded for his loyalty"Times of India। ২৩ নভেম্বর ২০১৯।