অন্তঃস্থ মণিপুর লোকসভা কেন্দ্র

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অন্তঃস্থ মণিপুর লোকসভা কেন্দ্র
Manipur Wahlkreise Lok Sabha.svg
মণিপুরের লোকসভা কেন্দ্রসমূহ ও ১ নং স্থানে অন্তঃস্থ মণিপুর
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদরাজকুমার রঞ্জন সিংহ
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যমণিপুর
মোট ভোটদাতা৮৫৫,৩৬০ (২০১৪) [১]
বিধানসভা কেন্দ্র৩২ টি

অন্তঃস্থ মণিপুর লোকসভা কেন্দ্রটি উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের ২টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলি উপজাতিদের জন্য সংক্ষরিত একটি আসন এবং মোট ৩২ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মণিপুরী। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ৮৫৫,৩৬০ জন।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি মণিপুরের সম্পূর্ণ বিষ্ণুপুর, পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল এবং থৌবাল জেলার কিয়দংশে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[২][৩][৪]

বিধানসভা কেন্দ্র গুলি

লোকসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩২ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মণিপুরের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৩২ টি বিধানসভা কেন্দ্রে ইতঃপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্র তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।[৫]

কুন্দ্রকপাম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷

হেইংগং বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

খুরাই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

ক্ষেত্রীগাঁও লোকসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

থোংজু বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫ নং বিধানসভা কেন্দ্র। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

কেইরাও বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬ নং বিধানসভা কেন্দ্র। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

আন্দ্রো বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷

লামলাই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷

থাংমেইবন্দ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷

উরিপোক বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ একটি অসংরক্ষিত আসন৷

সাগোলবন্দ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

কেইসামথং বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি একটি অসংরক্ষিত আসন৷

সিংলামেই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩ নং বিধানসভা কেন্দ্র। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ওয়াঙ্খেই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪ নং বিধানসভা কেন্দ্র। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ইয়াইস্কুল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫ নং বিধানসভা কেন্দ্র। এটি পূর্ব ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

সেকমাই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬ নং বিধানসভা কেন্দ্র। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷

লামসাং বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭ নং বিধানসভা কেন্দ্র। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

কোন্থউজাম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷

পাটসোই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

লাংথাবাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত সংরক্ষিত আসন।

নাওরিয়া বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ওয়াগোই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২ নং বিধানসভা কেন্দ্র। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

মায়ং ইম্ফল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৩ নং বিধানসভা কেন্দ্র। এটি পশ্চিম ইম্ফল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

নামবোল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৪ নং বিধানসভা কেন্দ্র। এটি বিষ্ণুপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ঐনাম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৫ নং বিধানসভা কেন্দ্র। এটি বিষ্ণুপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৬ নং বিধানসভা কেন্দ্র। এটি বিষ্ণুপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

মৈরং বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৭ নং বিধানসভা কেন্দ্র। এটি বিষ্ণুপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

থাঙ্গা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৮ নং বিধানসভা কেন্দ্র। এটি বিষ্ণুপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

কুম্বি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৯ নং বিধানসভা কেন্দ্র। এটি বিষ্ণুপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

লিলোং বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি থৌবাল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত সংরক্ষিত আসন।

থৌবাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি থৌবাল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ওয়াঙ্খেম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মণিপুর রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩২ নং বিধানসভা কেন্দ্র। এটি থৌবাল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

তথ্যসূত্র

  1. https://www.news18.com/amp/lok-sabha-elections-২০১৯/manipur/inner-manipur-election-result-s14p01/
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. http://myneta.info/manipur2017/
  4. https://ceomanipur.nic.in/acmaps
  5. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF)Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]