অন্ধ্র পরী

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
চিত্র:অন্ধ্র পরী পোস্টার.jpg
অন্ধ্র পরী পোস্টার

অন্ধ্র পরী একটি ভারতীয় তেলুগু ভাষার চলচ্চিত্র।[১] আঙ্কল (২০০১) ও রুশি (২০১২) এর পর এটি রাজ মাধিরাজু পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। পরী শব্দটি "মেয়েদের আত্মমর্যাদাকে হ্রাস করার আপত্তিজনক কথা" বিবৃতিতে তেলেগানার অন্ধ্র অ্যাসোসিয়েশন এই চলচ্চিত্রের নামের বিরুদ্ধে কোর্টে আবেদন করে। যদিও কোর্ট আবেদনটি খারিজ করে দেয়। এই চলচ্চিত্র অবলম্বনে ২০১৪ সালে মারাঠি চলচ্চিত্র "টাইমপাস" নির্মাণ করা হয়,[২] যাতে মুখ্য চরিত্রে প্রথমেশ পরব ও কেতকী মেটেগাওঙ্কার অভিনয় করেন।[৩][৪] যা লেখক শাইজু ম্যাথিউর উপন্যাস "নকড আপ" অবলম্বনে নির্মিত, যা ২০১০ সালে প্রকাশিত হয়।[৫]

কাহিনি সংক্ষেপ

নারসিং তেলেঙ্গানার ছেলে, যে দশম শ্রেণিতে টানা তিনবার উত্তীর্ণ হতে পারেনি। যার ফলে তার মা তাকে আজীবনের জন্য ঘর থেকে বের করে দেয়। ফলে তার বড় বোন কাঁদতে থাকে। বন্ধুদের পরামর্শে সে প্রেমে পড়া্র চেষ্টা করে। সে অন্ধ্রের এক ধনী টাক ব্যক্তির সাথে পরিচিত হয়। প্রথম দেখায়, মজা করার কারণে সে নারসিংকে চড় দেয়। তার প্রশান্তি নামক একটি মেয়ে আছে। যে প্রথম দেখায় নারসিংয়ের প্রেমে পড়ে যায়। সে খুবই চটপটে ও লাজুক প্রকৃতির, যে তার বাবাকে (তেলুগু ভাষায় নানা) খুব ভয় পায়। নারসিং তাকে স্কুল থেকে বাড়িতে অনুসরণ করে। নারসিংয়ের স্কুলের প্রতি কোনো আগ্রহ না থাকায় সে চলচ্চিত্র পরিবেশকের কাজ শুরু করে। সে সরকারীভাবে স্কুল থেকে বাদ পড়েছে। আর সে প্রশান্তিকে পারেশান্তি বলে ডাকে। অবশেষে সে তাকে অন্ধ্র পরী বলে ডাকে, যার মানে অন্ধ্র মেয়ে। তার চলচ্চিত্র পরিচালক তাকে তার মতো থাকতে বলে, কিন্তু তবুও সে কষ্ট পেতে থাকে। সবাই অনেক অবাক হয় যখন অন্ধ্র পরীর মতো বুদ্ধিমতী একটি মেয়ে নারসিংয়ের মতো একটি ছেলের প্রেমে পড়ে। নারসিংয়ের সাথে ঘুরতে যাবার জন্য সে বেশ কয়েকবার স্কুলে যায় না। তার শিক্ষকদের সন্দেহ হয় ও তার লেখাপড়া খারাপ হতে থাকে। প্রতিবারের মত প্রথম না হয়ে সে দ্বিতীয় বা তৃতীয় হয়। যার ফলে তার মা তাকে স্কেল দিয়ে মারে। সে ঘর থেকে বের হচ্ছে না দেখে নারসিং চিন্তিত হয়। তার জীবনের প্রথম ভালোবাসা হারিয়ে সে স্কুলে ফিরে যায়। তার মা তাকে বাইরে অঙ্ক করে দেখে ও বাইরেই থাকতে দেয়, যদিও তিনি মনে মনে খুশি হন। ঠান্ডার মধ্যেও নারসিং বাইরে থাকে। পরবর্তীতে সে টাকার বিনিময়ে অনেক উঁচু পানির পাইপ বেয়ে উঠার কাজ নেয়। তার খুব দ্রুত অনেক টাকার প্রয়োজন হয় কারণ তার মা হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং তাদের কাছে অনেকে টাকা পায়। তার উঠতে অনেক সময় লাগে। নারসিং অনেক খুশি থাকে। প্রশান্তি বেহুশ হয়ে যায়, কিন্তু পর দিন তার জন্মদিন বলে তার বাবা তাকে মারে না। সে অনেক ভাগ্যবান। তার জন্মদিনের পর, তার পরিবার শহর ছাড়ে কারণ সে নারসিংয়ের খুব কাছাকাছি চলে এসেছিল। সে যাতে চায় না বলে তার পরিবার তাকে খুব মারে। অন্ধ্র পরী চলে যায় ও নারসিং বুঝতে পারে, ভালোসার জন্য তার বয়স অনেক কম ছিল। তাই সে আগে স্কুল শেষ করতে চায়, তারপর ভালোবাসতে চায়। সে খুশিতে দৌড়াতে থাকে ও লেখা আসে "চলবে"।

দল

সংগীত- ড.জোস্যাভাটলা

সাউন্ডট্র্যাক

নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."দেত্থাদ"স্ভীকার অগাস্থি 
২."ইয়ে কাল্ভিকি"প্রণব, ভেদেলা হেমাচন্দ্র 
৩."অন্ধ্রপরী"অমৃত ভার্সিনি, সাই কিরণ 
৪."দোস্তি"বালাজি 
৫."গুনডেল্লো"কল্পনা রাঘবেন্দ্র।কল্পনা 
৬."ইয়ে চারিথা"হেমচন্দ্র 

তথ্যসূত্র

  1. Chowdhary, Y. Sunita (৫ জুন ২০১৫)। "Andhra Pori: Not exactly a time pass" – www.thehindu.com-এর মাধ্যমে। 
  2. "HC Dismisses Plea on 'Andhra Pori' Movie Title"The New Indian Express 
  3. "Dad suggested I do 'Andhra Pori': Puri Akash"। ৩১ মে ২০১৫। 
  4. Jha, Lata (১১ সেপ্টেম্বর ২০১৭)। "Ten Marathi films remade in other languages"mint 
  5. kavirayani, suresh (১০ অক্টোবর ২০১৪)। "Puri Akash to act in a teenage love drama"Deccan Chronicle