অমিতাভ দত্ত

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অমিতাভ দত্ত
জন্মকলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
বাসস্থানকলকাতা
জাতীয়তাভারতীয়
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানযাদবপুর বিশ্ববিদ্যালয়
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা
প্রাক্তন ছাত্রস্কটিশ চার্চ কলেজ
কলকাতা বিশ্ববিদ্যালয়
বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণউচ্চ শক্তি পদার্থবিজ্ঞান-এ অবদান

অমিতাভ দত্ত একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি উচ্চ শক্তি পদার্থবিজ্ঞানে বিশেষত প্রত্যক্ষ (কণা উৎপাদন) এবং অপ্রত্যক্ষ (লুপ ইফেক্ট) বিষয়ে পদার্থবিজ্ঞানের নতুন ক্ষেত্রে কাজ করছেন।

কর্মজীবন

তিনি ১৯৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনে স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক এবং ১৯৭১ এবং ১৯৭৭ সালে বিশ্বভারতী থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ লেকচারার হিসাবে যোগদান করেন এবং পরবর্তীকালে ১৯৯৯ সালে সেখানেই অধ্যাপক হিসাবে তাঁর পদোন্নতি ঘটে। ২০০৮ সালে তিনি কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ অধ্যাপক হিসাবে যোগদান করেন। ফের্মিল্যাব, সিইআরএন এবং ভারতের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটে তিনি পরিদর্শনের দায়িত্বেও ছিলেন। [১]

গবেষণা

সিইআরএন-এর লার্জ ইলেক্ট্রন পজিট্রন (এলইপি) কোলিডার এবং ফের্মিল্যাবের তেভাত্রন কোলিডার থেকে প্রাপ্ত ডেটা ব্যবহার করে ভর এবং গেজ বোসন, বহিরাগত ফের্মিয়ন এবং সুপারসিম্যাট্রিক কণার কাপলিংয়ের ক্ষেত্রে নতুন বন্ধন নিস্পন্ন করেছিলেন।

সম্মান ও পুরস্কার

অমিতাভ দত্ত ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো যেখানে তাঁকে "উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞানে (এইচপি) উল্লেখযোগ্য অবদানকারী" ব'লে উল্লেখ করা হয়েছে। উদ্ধৃতিটিতে তাঁর গবেষণার আগ্রহের রূপরেখাকে তুলে ধরে এবং যোগ করে যে "দত্ত দেশে এইচইপির উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং বেশ কয়েকটি সম্মেলনের আয়োজন করেছেন। তিনি কয়েকটি বই এবং কার্যাদিও সম্পাদনা করেছেন। যেমন পার্টিকাল ফেনোমোলজি ইন দি ৯০'স, হাইলাইটস অফ পার্টিকাল ফেনোমোলজি এবং সিপি ভায়োলেশন "। [১]

১৯৮৬-৮৮ সময়কালে দত্ত জার্মানির ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয় এর ইনস্টিটিউট ফর ফিজিক্স থেকে আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফেলোশিপ; এবং ১৯৯৪ সালে ডর্টমুন্ডে আর ২০০৭ সালে বন বিশ্ববিদ্যালয়ের ফেলো। ১৯৯১-৯৫ পর্যন্ত ইতালির ট্রাইস্টে ইন্টারন্যশনাল সেন্টার ফর থিয়োরিটিকাল ফিজিক্স-এ তাঁর অ্যসোসিয়েটশিপ ছিল এবং বেইজিংয়ের ইনস্টিটিউট অফ থিয়োরিটিকাল ফিজিক্স-এ অ্যসোসিয়েটশিপ ছিল ১৯৯৭-৯৯ সালে। [১]

তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ "Professor Amitava Datta"Indian National Science Academy। ১২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬ 

বহিঃসংযোগ