অমৃতসর-দিল্লি-কলকাতা শিল্প করিডর

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অমৃতসর-দিল্লি-কলকাতা শিল্প করিডর হল ভারতের উত্তর ভারত ও পূর্ব ভারত এর রাজ্য গুলি নিয়ে প্রস্তাবিত একটি শিল্প উন্নয়ন প্রকল্প।ওই প্রকল্পে পাঞ্জাব এর অমৃতসর শহর থেকে শুরু করে দিল্লি হয়ে পশ্চিমবঙ্গ-এর কলকাতা (ডানকুনি) পর্যন্ত রূপায়িত হবে।এই এলাকার সড়ক পথ,রেলপথ ও জল পথ এর উন্নয়ন ঘটানো হবে। ইতি মধ্যে হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত গঙ্গা নদীকে জাতীয় জলপথ ১ হিসাবে ঘোষণা করা হয়েছে।এই করিডোর থেকে ১৫০-২০০ কিলোমিটার দূর পর্যন্ত শিল্প গড়ে তুলা হবে।একই সঙ্গে সহজে পণ্য পরিবহনের জন্য গড়া হচ্ছে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর[১]

তথ্যসূত্র

  1. "Ludhiana Bengal freight corridor to be operational by ২০১৯"। সংগ্রহের তারিখ ২৪-০৯-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]