অমৃতা সুরেশ

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অমৃতা সুরেশ
গায়িকা, সুরকার, গীতিকার এবং রেডিও জকি অমৃতা সুরেশ
জন্ম (1990-08-02) ২ আগস্ট ১৯৯০ (বয়স ৩৩)
কোচি, কেরল, ভারত
অন্যান্য নামঅম্মু
পেশা
  • গায়িকা
  • সুরকার
  • গীতিকার
  • রেডিও জকি
  • মডেল
কর্মজীবন২০০৭  – বর্তমান
দাম্পত্য সঙ্গীবালা (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১৯)
সন্তান
আত্মীয়অভিরামি সুরেশ (বোন)
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্রসমূহকণ্ঠ্য
লেবেলস্বাধীন শিল্পী
সহযোগী শিল্পীঅমৃতম গময়
ওয়েবসাইটamrutamgamay.com

অমৃতা সুরেশ (জন্ম: ২ আগস্ট ১৯৯০) একজন ভারতীয় গায়িকা, সুরকার, গীতিকার এবং রেডিও জকি। ২০০৭ সালে এশিয়ানেটের রিয়েলিটি টেলিভিশন সঙ্গীত প্রতিযোগিতা আইডিয়া স্টার সিঙ্গারে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই থেকে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র এবং সংগীত অ্যালবামে গান গেয়েছেন এবং সুর করেছেন। তিনি রেডিও সুনো ৯১.৭-এর সংগীত অনুষ্ঠান সুনো মেলোডিজে একজন তারকা রেডিও জকি ছিলেন। ২০১৪ সালে তিনি সংগীত ব্যান্ড অমৃতম গময় প্রতিষ্ঠা করেছিলেন, যাতে তিনি এবং তাঁর বোন অভিরামী সুরেশ মুখ্য কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন।

প্রারম্ভিক জীবন

অমৃতা ১৯৯০ সালের ২রা আগস্ট তারিখে সংগীতশিল্পী পি.আর সুরেশ এবং লায়লা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন।[১] তাঁর বাবা সুরেশ হিন্দু ধর্মাবলম্বী এবং মা লায়লা একজন খ্রিস্টান। তাঁর একমাত্র বোন গায়িকা ও সুরকার অভিরামী সুরেশ তাঁর চেয়ে পাঁচ বছরের ছোট।[২] তাঁরা কোচির এডাপ্পালির আদি বাসিন্দা।[৩] সংগীতশিল্পী পরিবারে (পৈতৃক) বাস করায় তিনি খুব অল্প বয়স থেকেই সংগীত অনুশীলন করতে অনুপ্রাণিত হয়েছিলেন। [৪] তিন বছর বয়সেই তিনি গান গাইতে শুরু করেছিলেন। সেলিন দিয়ঁ এবং মাইকেল জ্যাকসনের মত শিল্পীদের থেকে তিনি কণ্ঠশিল্পী হওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। [৫] অমৃতা স্কুলজীবনে মেধাতালিকায়ও শীর্ষস্থানীয় ছিলেন।[২] যদিও রিয়েলিটি টেলিভিশন সঙ্গীত প্রতিযোগিতা আইডিয়া স্টার সিঙ্গারে অংশ নেওয়ার জন্য দ্বাদশ শ্রেণিতে তিনি একবছর শিক্ষাবিরতি নিয়েছিলেন, পরে তিনি ব্যক্তিগতভাবে এই কোর্সটি শেষ করেছেন।[৬] তারপর তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি কর্ণাটকি সঙ্গীত এবং হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীতের ডিগ্রিধারী একজন শিল্পী।[৪]

সঙ্গীতকর্ম

বছর গান চলচ্চিত্র তথ্যসূত্র
২০০৭ "উনারুমি পুলকঙ্গল" বামনপুরি [৭]
২০০৮ "মিন্নামিনুঙে" কাবাডি কাবাডি [৮]
২০০৯ "আয়লাতে কুয়িলে" ভেনালমরম [৯]
২০১০ "মুন্থিরিপু" আগাথন [৮]
২০১০ "সাদুকুডু" পুলিম্যান [১০]
২০১০ "অম্মানিলাভাউ" অম্মানিলাভু [৭]
২০১২ "অকলমিন্নারিকেয়ল্লে"

"কন্নাকে"

হিট লিস্ট [৭]
২০১৭ "নিরমে মায়েল্লে" বিলাক্কুমরাম [৮]
২০১৭ "বীরাঙ্গনা" ক্রসরোড [৮]
২০১৯ "মিন্নি মিন্নি" জুন [৮]
২০১৯ "মারিভিল্লে" সুল্লু [৮]
২০১৯ "আলহামদুলিল্লাহ" সুফিয়াম সুজাতাম [৮]

তথ্যসূত্র

  1. "A Musical Love Story"The New Indian Express। ৭ মে ২০১২। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 
  2. ২.০ ২.১ Shyama (১২ সেপ্টেম্বর ২০১৯)। "'എല്ലാവർക്കും വേണ്ടേ അവരവരുടെ ജീവിതം ജീവിക്കാനുള്ള അവകാശം'; വിവാദങ്ങൾ ആഘോഷമാക്കുന്നവരോട് അമൃത ചോദിക്കുന്നു"Vanitha (മലയാളം ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  3. "Travel and music are two sides of a coin - Amrutha Suresh"Malayala Manorama। ৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 
  4. ৪.০ ৪.১ വിജയൻ, ലക്ഷ്മി (৬ ফেব্রুয়ারি ২০১৯)। "തോറ്റുപോയില്ല; പാട്ടും ചിരിയുമായി വീണ്ടും അമൃത സുരേഷ്"Malayala Manorama (മലയാളം ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  5. FWD media (২৮ জুলাই ২০১৭)। "Amrutha Suresh Is Back With A Breath Of New Life"। FWD Life। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  6. എം., പുഷ്പ (৭ আগস্ট ২০১৭)। "ഒരു കംപ്ലീറ്റ് മെയ്‌ക്കോവറാണ് ഞാന്‍ ആഗ്രഹിക്കുന്നത്: അമൃത സുരേഷ്‌"Mathrubhumi (മലയാളം ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  7. ৭.০ ৭.১ ৭.২ "List of Malayalam Songs sung by Amritha Suresh"। Malayala Chalachithram। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  8. ৮.০ ৮.১ ৮.২ ৮.৩ ৮.৪ ৮.৫ ৮.৬ "Amritha Suresh - Top Albums"JioSaavn। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  9. "'Bala is very caring'"The New Indian Express। ৭ মে ২০১২। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০ 
  10. "Pulliman - Sharreth - Download or Listen Free - JioSaavn"JioSaavn। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০