অম্বরপুর উচ্চ বিদ্যালয়

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অম্বরপুর উচ্চ বিদ্যালয়। এটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর ও আশেপাশের কয়েকটি গ্রামের একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি কুমিল্লা শিক্ষাবোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।[১][২]

অবস্থান

চান্দিনা উপজেলা সদর হতে ৩০ কিমি.দক্ষিণ ও পশ্চিমে মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে অবস্থিত।[১][২][৩][৪][৫]

স্থাপিত

বিদ্যালয়টি ১৯৬৮ সালের ১ জানুয়ারী ৮.৬৩ কাঠা জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান সরকারের আমলে মরহুম সফর মিয়া সহ এলাকার আরও কতিপয় লোকজন মিলে এলাকার লোকজনদের শিক্ষিত করার লক্ষ্যে বিদ্যালয়টি স্থাপন করেন।

বিবরণ

বিদ্যালয়টি প্রথমে একটি টিনসেড ঘরের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে বিদ্যালয়ের অবকাঠামোগত ভাবে উন্নতি লাভ করেন। বিদ্যালয়ের বর্তমানে মোট ৩টি একাডেমিক ভবণ রয়েছে। ২.০০ কাঠা জায়গার ওপর বিদ্যালয়ের ৩ টি একাডেমিক ভবণ রয়েছে। আর ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য ২.০০কাঠা জায়গার ওপর খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়ের ছেলে-মেয়েদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য রয়েছে আলাদা কম্পিউটার ল্যাব। একটি শহীদ মিনার রয়েছে। ছাত্র/ছাত্রীদের নামাজের জন্য রয়েছে একটি মসজিদ। বিদ্যালয়ের পূর্বদিক দিয়া কুটুম্বপুর- কালিয়ারচর সড়ক রয়েছে।

শিক্ষকবৃন্দ

বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পাঠদানের জন্য ১৫ জন দক্ষ শিক্ষক ও শিক্ষিকা রয়েছে। কর্মচারী রয়েছে ৪জন।

ছাত্র-ছাত্রী

বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা ৬০০ জন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক ও শিক্ষিকাদের বন্ধুত্বের মতো সুসম্পর্ক রয়েছে। যার জন্য ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার মান ভাল।

ফলাফল

জে.এস.সি ও এস.এস.সির বোর্ডের পরীক্ষায় ফলাফল সন্তোষজনক।

তথ্যসূত্র

  1. "মহিচাইল ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৫  |আর্কাইভের-ইউআরএল= ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য)
  2. "Amborpur High School"Sohopathi | সহপাঠী (English ভাষায়)। ২০১৭-০৭-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৫ 
  3. School, Amar। "Comilla School, College in Bangladesh | Bangladesh School, College Directory"amar-school.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৫ 
  4. Info 57 (২০১৫-১০-১১)। "Secondary School (High School) in Comilla"Info57.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৫  |আর্কাইভের-ইউআরএল= ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য)
  5. "Secondary Schools in Bangladesh : Chittagong Division – Study in Bangladesh"studyinbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৫