অল্প অল্প প্রেমের গল্প

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অল্প অল্প প্রেমের গল্প
চিত্র:অল্প অল্প প্রেমের গল্প পোস্টার.jpg
'অল্প অল্প প্রেমের গল্প' চলচ্চিত্রের আনুষ্ঠানিক পোস্টার
পরিচালকসানিয়াত হোসেন
প্রযোজকসানিয়াত হোসেন
এশা ইউসুফ
চিত্রনাট্যকারসানিয়াত হোসেন
কাহিনিকারসানিয়াত হোসেন
আবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
বেলাল খান
ইমন সাহা (আবহ সঙ্গীত)
চিত্রগ্রাহকসাইফুল শাহীন
রায়হান খান
সম্পাদকসহিদুল হক
প্রযোজনা
কোম্পানি
সুগার প্রোডাকশন
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি২৯ আগস্ট ২০১৪
দৈর্ঘ্য১২৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অল্প অল্প প্রেমের গল্প হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সানিয়াত হোসেন এবং সুগার প্রোডাকশনের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন সানিয়াত হোসেন ও এশা ইউসুফ[১] এটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন সানিয়াত হোসেন ও আবদুল্লাহ জহির বাবু। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, আনিকা কবির শখ এবং মিশা সওদাগর[২] এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন শম্পা রেজা, শহীদুল আলম সাচ্চু, জয়শ্রী কর জয়া, কাবিলা, আন্না, তাবাসসুম আনিলা হৃদি সহ আরও অনেকে।

অল্প অল্প প্রেমের গল্প সানিয়াত হোসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং মিশা সওদাগর চলচ্চিত্রটিতে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন।[৩]

কাহিনী সংক্ষেপ

ফরিদ চৌধুরী বিষুকে ফোন দিয়ে জানায় যে একটা ছেলে তার মেয়ের বিয়ে ভেঙ্গে দিতে তার বাড়ির দিকে রওয়ানা হয়েছে। তাকে সেই ছেলেকে আটকাতে হবে। বিষুর সাথে চৌধুরীর চুক্তি হয় সে ঐ ছেলে নিলয়কে কিডন্যাপ করবে। যথাসময়ে সে খুঁজে পায় নিলয়কে। নিলয় বিষুর কাছ থেকে পালাতে চায় কিন্তু পারে না। তাই বাধ্য হয়েই বিষুর সাথে তাকে যেতে হয়। বিষু দীর্ঘ ভ্রমণের বিরক্তি কাটানোর জন্য তাকে গান গাইতে বলল। নিলয়ের গানে বিরক্ত হয়ে তাকে গল্প বলতে বলল। নিলয় শুরু করল তার গল্প। তার প্রেমের গল্প।

শ্রেষ্ঠাংশে

নির্মাণ নেপথ্য

অল্প অল্প প্রেমের গল্প ছায়াছবিটির শ্যুটিং শুরু হয় ২০১১ সালের শেষের দিকে। ২০১৩ সালের জুলাই মাসে প্রায় দেড় বছর পর শ্যুটিং শেষ হয়। ডাবিং ও মুদ্রণের কাজ শেষে ২০১৪ সালের ২৫ মে ছায়াছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে।[৪]

মুক্তি

অল্প অল্প প্রেমের গল্প ২০১৪ সালের ২৯ আগস্টে মুক্তি পায়।[৫][৬] ছায়াছবিটি সারাদেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭] ২০১৫ সালের ঈদুল ফিতরের দ্বিতীয় দিন অনলাইন টেলিভিশন পপকর্ন লাইভ এবং গাজী টিভিতে সম্প্রচারিত হয়।[৮][৯]

সঙ্গীত

অল্প অল্প প্রেমের গল্প ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমনবেলাল খান। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গীত রচনা করেছেন শওকত আলী ইমন ও জুলফিকার রাসেল। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত "আলগা করোগো খোঁপার বাঁধন" গানটি ব্যবহৃত হয়েছে।[১০] গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, তৌসিফ, পুলক।

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."মন জানে"শওকত আলী ইমনশওকত আলী ইমনদিলশাদ নাহার কনা ও তৌসিফ 
২."আলগা করোগো খোঁপার বাঁধন"কাজী নজরুল ইসলামশওকত আলী ইমনপুলক 

পুরস্কার

৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "দেশজুড়ে দুই ছবি"বাংলা মুভি ডেটাবেজ। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ২৯, ২০১৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  2. চিন্তামন তুষার (জুলাই ২৫, ২০১৪)। "শখ-নিলয়ের 'অল্প অল্প প্রেমের গল্প'"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪' প্রদান আজ"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। মে ১১, ২০১৬। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "শেষ হলো 'অল্প অল্প প্রেমের গল্প'র শুটিং"বাংলা মুভি ডেটাবেজ। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ২৯, ২০১৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  5. সুদীপ কুমার দীপ (২৮ আগস্ট ২০১৪)। "অল্প অল্প প্রেমের গল্প"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  6. "শখের নতুন ছবি অল্প অল্প প্রেমের গল্প"মিডিয়া খবর। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ২০, ২০১৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "১০০ হলে মুক্তি পাচ্ছে 'অল্প অল্প প্রেমের গল্প'"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. আনন্দ প্রতিদিন প্রতিবেদক (১৬ জুলাই ২০১৫)। "অনলাইন ও টিভিতে 'অল্প অল্প প্রেমের গল্প'"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "ঈদে 'অল্প অল্প প্রেমের গল্প"ভোরের কাগজ। ঢাকা, বাংলাদেশ। ১৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "অল্প অল্প প্রেমের গল্প"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ২৮, ২০১৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  11. "29 artistes get Nat'l Film Award 2014"The Daily Star। ফেব্রুয়ারি ২৫, ২০১৬। সংগ্রহের তারিখ মার্চ ১, ২০১৬ 
  12. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ