আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটি

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটি
চিত্র:The Union Minister for Science & Technology and Earth Sciences, Dr. Harsh Vardhan visiting the Regional Science Centre, at Khanapara, in Guwahati, Assam on ফেব্রুয়ারি 19, 2015.jpg
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখে গুয়াহাটির আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান, প্রযুক্তি এবং ভূবিজ্ঞান বিটোর কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন
লুয়া ত্রুটি মডিউল:তথ্যছক_মানচিত্র এর 185 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।
স্থাপিত৫ মার্চ ১৯৯৪
অবস্থানজওহর নগর, খানাপারা, গুয়াহাটি
ধরনবিজ্ঞান কেন্দ্র, বিজ্ঞান উদ্যান
ওয়েবসাইটwww.rscguwahati.gov.in

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটি (ইংরেজি: Regional Science Centre, Guwahati) আসামের গুয়াহাটিত অবস্থিত একটি বিজ্ঞান কেন্দ্র। এটি আসাম এবং সমগ্র উত্তর ভারতেরে বিজ্ঞান সংক্রান্তীয় এক বিশেষ কেন্দ্র। ১৯৯৪ সালের ১৫ মার্চ তারিখে আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র উদ্বোধন করে হয়েছিল। বিজ্ঞান যাদুঘর বা সায়েন্স মিউজিয়াম হিসাবে বিখ্যাত আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র ভারত সরকারের জাতীয় বিজ্ঞান যাদুঘর পরিষদের অন্তর্ভুক্ত। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয় বিজ্ঞান কেন্দ্রটির দেখাশুনা করেন। অঞ্চলটিতে বিজ্ঞানক জনপ্রিয়করণক মুখ্য উদ্দেশ্যেরে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। এখানে বিজ্ঞান যাদুঘর, বিজ্ঞান উদ্যান, বিজ্ঞান প্রদর্শনী, জুরাসিক পার্ক, গণিত উদ্যান ইত্যাদি ছাড়াও নিয়মিত বিশেষ কিছু অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা আছে। এর সাথে বিজ্ঞান কেন্দ্র মাজে সম বিজ্ঞান বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান যেমন আলোচনাচক্র, কর্মশালা, প্রদর্শনী, বক্তৃতা অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত করেন।[১]

অবস্থান

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র গুয়াহাটি মহাশহরের খানাপারার জওহরনগরে অবস্থিত। এটি খানাপারা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠ এবং আসাম লোকসেবা আয়োগ-এর কার্যালয়ের নিচেই কাছে অবস্থিত। আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র রূপনাথ ব্রহ্ম আন্তঃরাজ্যিক বাস আস্থান থেকে ৮ কিঃমিঃ দূরে। সেইমতো এটি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ১১ কিঃমিঃ এবং লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২ কিঃমিঃ দূরে।[২]

কার্যসূচী

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রের কার্যসূচীসমূহকে বিশেষভাবে দুটি ভাগে ভাগ করা যায়, অন্তর্দ্বার কার্যসূচী এবং বহিঃদ্বার কার্যসূচী।

অন্তর্দ্বার কার্যসূচী

উদ্ভাবন কেন্দ্র

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটিতে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত একটি উদ্ভাবন কেন্দ্র আছে। ছাত্র-ছাত্রী এবং বিজ্ঞানের প্রতি আগ্রহীরা এই কেন্দ্রের সদস্য হয়ে সপ্তাহের শেষের দিনগুলিতে নানা উদ্ভাবনমূলক কার্যসূচীতে অংশগ্রহণ করেন। তদুপরি এখানে বার্ষিক উদ্ভাবন উৎসব উদ্‌যাপন করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।[৩]

ত্রিমাত্রিক অনুষ্ঠান

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে উত্তর পূর্বাঞ্চলের প্রথম ষ্টেরেক্সপিক ডিজিটাল ত্রিমাত্রিক সিনেমা প্রোজেকশন সুবিধা আছে। এখানে ত্রিমাত্রিক ছবি কিভাবে নির্মাণ করা হয় সেগুলি দেখানোর সাথে ভিন্ন অনুষ্ঠান দেখানো হয়।

ডিজিটাল তারকাগৃহ

এখানে মহাকাশ পর্যবেক্ষণের জন্য একটি ডিজিটাল তারকাগৃহ আছে।

বিজ্ঞান প্রদর্শনীমূলক বক্তৃতা

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে "ডাইনোসর" এবং "ফলিত পদার্থ" নামে দুটি বিজ্ঞান প্রদর্শনীমূলক বক্তৃতা দেখানো হয়।

বিজ্ঞান অনুষ্ঠান

এখানে ধূমায়িত নাইট্রজেন গ্যাস ব্যবহার করে অতি শীতল অনুষ্ঠান এবং বিজ্ঞানের পরীক্ষার যাদু দেখানোর ব্যবস্থা আছে।

আকাশ পর্যবেক্ষণ

এখানে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা আছে। বিভিন্ন মহাজাগতিক ঘটনা এবং গ্রহণের সময় এখানে ছাত্র-ছাত্রী এবং নাগরিকদের জন্য আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।

গোলকীয় বিজ্ঞান

এখানে পৃথিবীর ভিতর এবং গোলকীয় পরিবেশ অনুষ্ঠান দেখানো হয়।[৪]

অন্যান্য

এ ছাড়াও আঞ্চলিক বিজ্ঞানকেন্দ্রে গ্রীষ্মের ক্যাম্প, রাজ্যিক পর্যায়ের মেলা, আলোচনা চক্র, বিজ্ঞান নাটক ইত্যাদি সম সম অনুষ্ঠিত হয়।[৫]

বহিঃদ্বার কার্যসূচী

ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর স্বর্ণজয়ন্তী উপলক্ষে কলকাতায় উপস্থিত আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটির বাস

আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে বিজ্ঞান প্রদর্শনী দূর-দূরান্তের স্থানে দেখায়। এর সাথে এটি শিক্ষকদের প্রশিক্ষণ এবং কম্পিউটার শিক্ষণ কার্যসূচী অনুষ্ঠিত করে।

সুবিধাসমূহ

আঞ্চলিক বিজ্ঞানকেন্দ্রের মধ্যে প্রেক্ষাগৃহ, কনফেরেন্স হল, গ্রন্থাগার, কেফেটেরিয়া ইত্যাদির সুবিধা আছে। এখানে সাথে এখানে পিকনিক করারো সুবিধা আছে।[৬]

টিকিট

এখানে বিভিন্ন কার্যসূচীর বিশেষ বিশেষ টিকিটের নিরীক্ষক আছে। এটি হোলি এবং দেওয়ালীর বাইরে বছরের সকল সময়ে সকাল ৯:৩০ টা থেকে বেলা ৬ টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের নিরীক্ষাসমূহ টিকিট গৃহ বা সরকারী ওয়েবসাইটে উপলব্ধ।

তথ্যসূত্র

  1. "About Us"। rscguwahati.gov.in। ২০১৯-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  2. "Contact Us"। rscguwahati.gov.in। ২০১৯-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  3. "আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র গুয়াহাটির উদ্ভাবন উৎসব"। nefocus.com। ২০১৯-০১-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে অত্যাধুনিক 'সায়েন্স অন এ স্ফিয়ার' নামের যন্ত্র স্থাপন"। assam.nenow.in। ২০১৮-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Regional Science Centre, Guwahati Organizes Summer Camp"। sentinelassam.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  6. "REGIONAL SCIENCE CENTER"। india.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮