আনন্দী (অভিনেত্রী)

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
আনন্দী
Anandhi.png
২০১৬ সালে আনন্দী
জন্ম
রক্ষিতা

(1993-07-20) ২০ জুলাই ১৯৯৩ (বয়স ৩০)
অন্যান্য নামহাসিকা
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১২-বর্তমান

আনন্দী (জন্ম নাম রক্ষিতা; হাসিকা নামেও পরিচিত) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তেলুগু এবং তামিল ভাষার ছবিতে অভিনয় করেছেন। তেলুগু ছবি বাসস্টপ (২০১২)-এ আত্মপ্রকাশের পরে, তিনি ভেত্রিমারান এর প্রযোজনায় পোরিয়ালান এবং প্রভু সলোমন এর কায়াল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি মূল চরিত্রে অভিনয় করেছিলেন।[১]

কর্ম জীবন

প্রথম দিকের চলচ্চিত্র

আনন্দী মারুতী দশারির তরুণদের নিয়ে ছবি বাসস্টপ (২০১২) দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। একজন সমালোচক উল্লেখ করেছিলেন যে "তাঁর চৌম্বকীয় চেহারা রয়েছে এবং যদি তাঁর কর্ম জীবনটি সঠিকভাবে পরিকল্পনা করা হয়, তবে তিনি আশাপ্রদ হতে পারেন", অন্য একজন লিখেছেন তিনি "বিচার সমস্যা এবং একটি ভাল হৃদয় নিয়ে বিমোহিনী নারীর চরিত্রে সকলকে কাঁপিয়ে দিয়েছেন।"[২][৩] ছবিটি মুক্তির দু'দিনের মধ্যেই তাঁর পরবর্তী উদ্যোগ প্রিয়তমা নীবাচত কুশলম বরুণ সন্দেশের বিপরীতে প্রধান চরিত্রে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং বছরের শেষের দিকে চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি ২০১৩ সালের মার্চে প্রকাশিত হয়ে নেতিবাচক পর্যালোচনার মুখোমুখি হয়েছিল, যদিও একজন সমালোচক বলেছিলেন যে "এই ছবির প্রধান জুটি - বরুণ সন্দেশ এবং হাসিকার অভিনয় ছবিটিকে বাঁচিয়ে দিয়েছে", তিনি আরও যোগ করেছিলেন হাসিকা "প্রথাগত সুন্দরী এবং পাশাপাশি সুন্দর অভিনয়ও করেছে।"[৪]

আনন্দীকে পরবর্তীতে বিজয় মাদডালার পরবর্তী পরিচালিত উদ্যোগ গ্রিন সিগন্যাল এ দেখা গিয়েছিল, যেখানে তিনি নবাগত রেবন্তের সাথে কাজ করেছিলেন, এই ছবিটি নেতিবাচক পর্যালোচনা পেয়েছিল।[৫]

২০১৩ থেকে পরবর্তী সময়

২০১৩ এর শুরুর দিকে, তিনি তামিল ছবি পোরিয়ালান হরিশ কল্যাণের সাথে অভিনয়ের জন্য স্বাক্ষর করেছিলেন, একথা লিখেছিলেন মণিমারান। প্রযোজনার সময়, পরিচালক ভেত্রিমারাণ একজন সহ-প্রযোজক হিসাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঘোষণার পরে চলচ্চিত্রের পরিধি আরও বেড়ে যায়।[৬] তিনি তাঁর অভিনয়ের জন্য ইতিবাচক পর্যালোচনা পেয়েছিলেন এবং চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে মোটামুটি চলেছিল। অভিনেত্রী তারপরে আর একটি তামিল প্রকল্প, প্রভু সলোমন এর পরিচালিত কায়াল -এ স্বাক্ষর করেছিলেন, এতে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। পরিচালক এই ছবির জন্য তাঁর নাম রক্ষিতা থেকে পরিবর্তন করে আনন্দী রাখার সিদ্ধান্ত নেন এবং দু'বার অডিশন দেওয়ার পরে তাঁকে নির্বাচিত করা হয়েছিল।[৭] ছবিতে, তিনি একটি অল্প বয়সী কিশোরীর চরিত্রে অভিনয় করেছিলেন যে তার প্রেমিকের সন্ধানে যায়, এরমধ্যে সে ২০০৪-এর ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে আটকে পড়ে। ছবিটি মুক্তির পরে, তাঁর চিত্রায়নের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। রেডিফ ডট কম উল্লেখ করেছিল যে, তিনি "নিখুঁত পছন্দ" ছিলেন এবং তাঁকে "এত সাধারণ, এত বাস্তব বলে মনে হয়েছে, আপনি তার নিবেদিত প্রেমের জন্য সাহায্য করতে চাইবেন", সিফি ডট কম লিখেছিল যে, তিনি "সত্যই দুর্দান্ত অভিনয়" করেছেন।[৮][৯] তেমনি, দ্য হিন্দুর এক সমালোচক বলেছিলেন যে, "নতুন মুখের আনন্দীকে দেখতে সুন্দর লাগেছে, এবং তিনি খুব সুন্দর অভিনয়ও করেছেন"। অভিনেত্রী ২০১৪ সালের বেশ কয়েকটি সেরা অভিষেক অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, এর মধ্যে বিজয় পুরস্কারও ছিল। [১০]

তথ্যসূত্র

  1. "Page not found News"। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮ – www.thehindu.com-এর মাধ্যমে। 
  2. "- greatandhra.com" 
  3. "Bus Stop Movie Review"movies.fullhyderabad.com 
  4. Priyathama Neevachata Kusalama movie review: Wallpaper, Story, Trailer at Times of India
  5. "Cinema News - Movie Reviews - Movie Trailers - IndiaGlitz" 
  6. Chowdhary, Y. Sunita; Chowdhary, Y. Sunita (১৮ আগস্ট ২০১৩)। "etcetera" – www.thehindu.com-এর মাধ্যমে। 
  7. "Rakshitha, rechristened Anandhi in Kayal"The Times of India। ১৮ সেপ্টেম্বর ২০১৩। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৩ 
  8. "Review : (2014)"www.sify.com 
  9. "Review: Kayal is compelling love story" 
  10. Rangan, Baradwaj (২৫ ডিসেম্বর ২০১৪)। "Kayal: Has its moments, but strains too hard to be an epic" – www.thehindu.com-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।