এম. রামলিঙ্গম

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

এম. রামলিঙ্গম (তামিল: மா. ராமலிங்கம், জন্ম: ১৯৩৯) ভারতের তামিলনাড়ুর একজন তামিল সাহিত্য সমালোচক এবং অনুবাদক।

জীবনী

রামলিঙ্গম থাঞ্জাভুর জেলার থিরুথুরাইপুন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে তামিলনাড়ু এডুকেশনাল সার্ভিসে যোগদান করেন এবং পরে কুম্বাকোনামের সরকারি আর্ট কলেজে তামিল বিভাগের অধ্যাপক এবং প্রধান হন। তিনি সাত খণ্ডের সাহিত্য সমালোচনা লিখেছেন। ১৯৮১ সালে, আধুনিক তামিল গদ্য পুধিয়া উরাই নাদাই (নতুন গদ্য) সাহিত্যের জন্য তাকে সাহিত্য অকাদেমি পুরস্কার প্রদান করা হয়। [১] [২]

তথ্যসূত্র

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।