ঐন্দ্রিলা সাহা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ঐন্দ্রিলা সাহা
জন্ম২১ মে ২০০১ [১]
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
পেশাঅভিনয়
কর্মজীবন২০১৬–বর্তমান
পরিচিতির কারণ

ঐন্দ্রিলা সাহা একজন ভারতীয় বাঙালি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত বাংলা ভাষার টিভি ধারাবাহিকে অভিনয় করেন। তিনি অনেক টিভি বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। করুণাময়ী রাণী রাসমণিতে কাজ করার পর তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।

জীবনের প্রথমার্ধ

তিনি ২০০২ সালের ২১ মে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে জন্মগ্রহণ করেন।[১] তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী। তিনি পড়াশোনা করেছেন মধ্যগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিনি আগে নাচ শিখতেন।

পেশা

তিনি ২০১৬ সালে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন । এতে তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি অনেক টিভি শো,ধারাবাহিক, টেলিফিল্ম এবং টিভি ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও তিনি অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তিনি জি বাংলার ধারাবাহিক রাইকিশোরীর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এর আগে তিনি ২০১০ সালে ডান্স বাংলা ডান্সে সঞ্চালনা করেছিলেন। পরবর্তীতে তিনি জি বাংলার করুণাময়ী রাণী রাসমণিতে করুণা চরিত্রে অভিনয় করে পরিচিত হন। এরপর তিনি খনার বচন,দেবীপক্ষ,চুনি পান্না ,মিঠাই,রাশি,জানি দেখা হবে,হয়তো তোমারই জন্য,আমার দুর্গা,ঝুমুর,জয় কালী কলকাত্তাওয়ালি,আরও কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন।[২][৩][৪][৫]

টিভি ধারাবাহিক

তথ্যসূত্র

  1. ১.০ ১.১ "Actress Oindrila Saha turns a year older - Times of India"The Times of India (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  2. "ছোট পর্দায় এ বার খনা"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  3. "ক্লাস টেন থেকেই শুরু! প্রকাশ্যে এল মিঠাইয়ের নিপা অভিনেত্রী ঐন্দ্রিলার প্রেমকাহিনী"Bong Trend - Bangla Entertainment News and Viral News (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  4. "TV show 'Khonar Bochon' crosses a new milestone - Times of India"The Times of India (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  5. ""শট নেওয়া হয়ে গেলেই পড়াশোনা করি," অকপট ছোটপর্দার 'খনা' ওরফে ঐন্দ্রিলা"sangbadpratidin (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  6. "হয়তো তোমারই জন্য ছেড়ে বেরিয়ে গেলেন কৃষ্ণ কিশোর!"EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 

বহিঃসংযোগ