ওয়াই. এস. তাম্বে

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

বিচারপতি যশবন্ত শ্রীপাদ তাম্বে বিএ, এলএল. বি. (জন্ম ৩১ জুলাই ১৯০৪, মৃত্যুর তারিখ অজানা) ৫ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হন এবং ৩১ জুলাই ১৯৬৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম 'নাগপুরের বিচারপতি যিনি বোম্বাইয়ের প্রধান বিচারপতি হন। তিনি অমরাবতীতে জন্মগ্রহণ করেন এবং ইন্দোরে, সরকারি আইন কলেজ বোম্বেতে শিক্ষা লাভ করেন। তিনি ১৯৩০ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত নাগপুরের বারে অনুশীলন করেছিলেন। তিনি ৮ ফেব্রুয়ারী ১৯৫৪ সালে নাগপুর হাইকোর্টের বিচারক হন এবং হাসমতরায় খুবচাঁদ চাইনানির পরে প্রধান বিচারপতি হিসাবে ১৯৬৬ সালে মুম্বাইতে চলে যান। [১]

তথ্যসূত্র

  1. "Former Chief Justices"। Bombay High Court, Bombay। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ