কৃতি খরবন্দা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
কৃতি খরবন্দা
Kriti Kharbanda at Filmfare Awards South in 2015.jpg
জন্ম (1988-10-29) ২৯ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামকিট্টু
নাগরিকত্বভারতীয়
শিক্ষাস্নাতক (বাণিজ্য)
পেশা
কর্মজীবন২০০৯ – বর্তমান
পিতা-মাতা
  • আশ্বনি খরবন্দা (পিতা)
  • রজনি খরবন্দা (মাতা)

কৃতি খরবন্দা (হিন্দি: कृति खरबंदा; জন্ম: ২৯ অক্টোবর ১৯৮৮)[১] একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেন। একজন মডেল হিসেবে কর্মজীবন শুরু করার পর, খারবান্দা ২০০৯ সালে তেলুগু চলচ্চিত্র বোনি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন। সম্প্রতি তিনি তামিল এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন।

তিনি ২০১০ সালে চিরু দিয়ে কন্নড় ভাষায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৬ সালে তিনি রাজ: রিবুট দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে ব্রুস লি-র হাত ধরে তাঁর তামিল অভিষেক হয়। এরপর থেকে কৃতি গুগলি, আলা মোডালিন্ডি, তিরুপতি এক্সপ্রেস, বেলি, মিঞ্চাগি নি বারলু, শাদি মে জরুর আনা, কারওয়ান, হাউসফুল ৪ এবং তাইশ সহ সফল ছবিতে অভিনয় করেছেন।

তিনি তার অভিনয়ের জন্য একটি এসআইআইএমএ পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার সাউথের জন্য দুটি মনোনয়ন সহ প্রশংসা পেয়েছেন।

প্রাথমিক জীবন

কৃতি খরবন্দা ১৯৮৮ সালের ২৯ অক্টোবর ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি তেলুগু চলচ্চিত্র বোনির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও নতুন আত্মপ্রকাশকারী হিসেবে তিনি বক্স অফিসে ব্যর্থ হন। পরবর্তীতে সহ-শিল্পী হিসেবে অভিনয় করেন পবন কল্যাণের সঙ্গে থীনমার চলচ্চিত্রে যার গড় আয় বেশি ছিল না।[২] তিনি সফল তেলুগু আলা মোদালাইন্দি চলচ্চিত্রে অতিথি ভূমিকা পালন করেন এবং সহ-শিল্পী হিসেবে মনোজ মাঞ্চুর সাথে অভিনয় করেন মি. নুকায়্যা চলচ্চিত্রে।

চলচ্চিত্র তালিকা

২০১৭ সালে কৃতি খরবন্দা
বছর চলচ্চিত্র চরিত্র ভাষা টীকা
২০০৯ বোনি প্রগতি তেলুগু
২০১০ চিরু মধু কন্নড়
২০১১ অলা মোদালিন্দি সিমরন তেলুগু অতিথি উপস্থিতি
২০১১ থীনমার ভাসুমতি তেলুগু
২০১২ মি. নোকায়া অনুরাধা তেলুগু
২০১২ প্রেম আড্ডা গিরিজা কন্নড়
২০১৩ গালাটে অঙ্কিতা কন্নড়
২০১৩ অঙ্গল গিথা সন্ধ্যা তেলুগু
২০১৩ ওম থ্রিডি অঞ্জলি তেলুগু
২০১৩ গুগলি স্বাতী কন্নড়
২০১৪ সাক্কাতাগাভন ক্রুতি কন্নড়

চিত্রগ্রহণ

২০১৪ মিনচাগি নেনু বারালু কন্নড় চিত্রগ্রহণ
২০১৪ সুপেরো রঙ্গ কন্নড় চিত্রগ্রহণ
২০১৪ তিরুপতি এক্সপ্রেস প্রার্থনা কন্নড়
২০১৪ সুপার রাঙা স্বাতী কন্নড়
২০১৪ বেলি স্নেহা কন্নড়
২০১৫ ব্রুস লী : দ্য ফাইটার কাবেয়া

তেলুগু ||

২০১৫ মিঁচগি নী বাড়ালু প্রিয়াঙ্কা কন্নড়
২০১৬ রাজ: রিবুট শায়না হিন্দি বলিউডে অভিষেক
২০১৭ শাদিমে জরুর আনা আরতি শুকলা হিন্দি
২০১৯ হাউজফুল ৪ মিনা/নেহা হিন্দি

পুরস্কার ও স্বীকৃতি

সুপার রাঙ্গায় তার অভিনয় তাকে চতুর্থ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সমালোচক সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়[৩][৪]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Kriti Kharbanda's birthday confusion"The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪ 
  2. "Kriti causing major chaos!!! - Telugu Movie News"। Indiaglitz.com। ২০০৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৭ 
  3. "Kannada award winners at SIIMA - Times of India"The Times of India (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭ 
  4. "Filmfare South Kannada nominations 2014 - Times of India"The Times of India (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭ 

বহি:সংযোগ