জিনাত শানু স্বাগতা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
জিনাত শানু স্বাগতা
স্বাগতা
জিনাত শানু স্বাগতা
জন্ম১৯ জানুয়ারী
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনস্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ[১]
পেশাঅভিনেত্রী, উপস্থাপিকা, সংগীতশিল্পী, মডেল
দাম্পত্য সঙ্গীরাশেদ জামান (২০১৭-বর্তমান)[২]

জিনাত শানু স্বাগতা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী।

জীবনী

সাড়ে তিন বছর বয়সে লিনজা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।[৩] এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন সম্মান, সতীপুত্র আবদুল্লাহটপ মাস্তান চলচ্চিত্রে। স্বাগতা ছোটবেলা থেকে গান গাইতেন। নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন স্বাগতা।[৪]

২০০৬ সালে মান্নার বিপরীতে শত্রু শত্রু খেলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত কোন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।[৫] এর আগে, ২০০৫ সালে ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। ২০১৪ সালে তার অভিনীত সূচনা রেখার দিকে সেন্সর ছাড়পত্র পায়।[৩] কিন্তু, চলচ্চিত্রটি আজও প্রেক্ষাগৃহে মুক্তি পায় নি।[৬]

ছোট পর্দায় স্বাগতার অভিষেক ঘটে আবদুল্লাহ আল মামুন নির্দেশিত এক জনমে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।[৬] তার অভিনীত প্রথম একক নাটক হল ইচ্ছেপূরণ

স্বাগতাকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকেন। তিনি মহাকাল নামের একটি ব্যান্ডদল গড়ে তুলেছিলেন।[৭] সে দল পরবর্তীতে ভেঙে যায়।[৮] তার প্রকাশিত অ্যালবামগুলো হল মহিনের ঘোড়াগুলি, স্বপ্নচূড়া, মহাকালভালবাসি তোমাকে[৬] এছাড়াও তিনি প্রাণ কোলা, কোকোলা নুডলস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকগ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।[৫]

চলচ্চিত্র তালিকা

  • লিনজা
  • সম্মান
  • সতীপুত্র আবদুল্লাহ
  • টপ মাস্তান
  • শত্রু শত্রু খেলা
  • কোটি টাকার ফকির[৯]
  • অশান্ত মন
  • ডুবসাঁতার
  • ফিরে এসো বেহুলা
  • সূচনা রেখার দিকে
  • লাল মোরগের ঝুটি (২০২১)

উল্লেখযোগ্য নাটক

  • এক জনমে
  • ইচ্ছেপূরণ
  • রুদ্র ও রোদেলা কাব্য
  • একজন শানুর গল্প
  • গৃহ জামাতাগণ
  • গরুচোর
  • বাপ বেটা সেইম সাইড
  • ধন্যি মেয়ে
  • অপূর্বা
  • দলছুট
  • প্রজাপতি
  • কমেডি অ্যাট কলোনি
  • কাছাকাছি
  • শূন্য জীবন
  • চুপকথা
  • ফাইভ ফিমেল ফ্রেন্ড[১০]
  • চিরকুমারী সংঘ [১১]
  • মহুয়া[১২]
  • সানফ্লাওয়ার
  • কমলা সুন্দরী
  • পাল্টা হাওয়া
  • ঢাকা নিবাস
  • ব তে বন্ধু'র হুটোপুটি[১৩]
  • পালটা হাওয়া
  • শেষ কোথায়
  • মায়াজাল
  • মনটা খারাপ হয়

উপস্থাপনা

অ্যালবাম

  • মহিনের ঘোড়াগুলি
  • স্বপ্নচূড়া
  • মহাকাল
  • ভালবাসি তোমাকে

বিজ্ঞাপন চিত্র

পুরস্কার ও স্বীকৃতি

  • ইউ গট দ্য লুক ২০০৫[৫]

ব্যক্তিগত জীবন

২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর স্বাগতা চিত্রগ্রাহক রাশেদ জামানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাশেদ জামান আয়নাবাজি চলচ্চিত্রের চিত্রগ্রহণের সাথে যুক্ত ছিলেন।[২]

তথ্যসূত্র

  1. "সংসার নিয়ে নতুন বাসায় ওঠার সময় পাচ্ছি না: স্বাগতা"প্রিয়.কম। ৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  2. ২.০ ২.১ "Swagota ties knot today"The Independent। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  3. ৩.০ ৩.১ "নতুন চলচ্চিত্র নিয়ে ফিরছেন স্বাগতা"প্রথম আলো। ৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৯ 
  4. "বিরতি শেষে ॥ স্বাগতা"জনকণ্ঠ। ৪ এপ্রিল ২০১৯। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  5. ৫.০ ৫.১ ৫.২ ৫.৩ "বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় ছোট পর্দার স্বাগতা"বিডিনিউজ২৪.কম। ৯ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  6. ৬.০ ৬.১ ৬.২ "তিন পরিচয়েই উজ্জ্বল"ইত্তেফাক। ১৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  7. "বোনের লেখা ও সুরে গাইবেন স্বাগতা"কালের কণ্ঠ। ২৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  8. "পঞ্চমুখী ব্যস্ততায় স্বাগতা"যুগান্তর। ১৬ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯ 
  9. ঢালিউডে যত ‘টাকা’র সিনেমা
  10. 'ফাইভ ফিমেল ফ্রেন্ড' নাটকে স্বাগতা
  11. চিরকুমারী স্বাগতা-ঈশানা!
  12. এক নাটকের পাঁচ গানে স্বাগতা
  13. নির্বাচনের পরপরই মঞ্চে আসব
  14. ‌ভালো নাটক প্রতিদিন তৈরি হয় না: স্বাগতা