জেমি লিভার

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
জেমি লিভার
Jamie Lever in 2017.jpg
২০১৭ সালে জেমি লিভার
জন্ম (1987-10-19) ১৯ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬)
অন্যান্য নামজেমি জে
নাগরিকত্বভারতীয়
মাতৃশিক্ষায়তনওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়
জয় হিন্দ কলেজ
যমুনাবাই নার্সি বিদ্যালয়
পেশাকৌতুকাভিনেতা
কর্মজীবন২০১০-বর্তমান
পরিচিতির কারণকিস কিসকো পেয়ার কারুঁ, কমেডি সার্কাস কে মহাবলি
উল্লেখযোগ্য কর্ম
কমেডি সার্কাস কে মহাবলি
পিতা-মাতাজনি লিভার (বাবা)
সুজাতা জানুমালা (মা)
আত্মীয়জেসে (ভাই)
জিমি মোজেজ (চাচা)

জেমি জানুমালা ( পেশাগত জীবনে জেমি লিভার নাম পরিচিত) হলেন একজন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। তিনি ভারতীয় কৌতুকাভিনেতা জনি লিভারের মেয়ে।[১]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

জেমি লিভার ১৯৮৭ সালের অক্টোবর মাসের ১৯ তারিখে ভারতের মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জেমি লিভার (আসল নাম: জন প্রকাশ রাও জানুমালা) এবং মায়ের নাম সুজাতা জানুমালা। তিনি জনি - সুজাতা দম্পতির প্রথম সন্তান। জেমি লিভারের জেসে নামের এক ছোট ভাই আছে।

তিনি যমুনাবাই নার্সি বিদ্যালয় ও জয় হিন্দ কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং কমিউনিকেশনসের উপরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।[২]

কর্মজীবন

জেমি লিভার ২০১২ সালে লন্ডনভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ভিশনগেইনে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন।[৩] তিনি দ্য কমেডি স্টোর, মুম্বাই -এ ২০১২ সাল থেকে কৌতুকাভিনয় পরিবেশন করে আসছেন। তিনি ২০১৩ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের কমেডি সার্কাস কে মহাবলি অনুষ্ঠানে কৌতুকাভিনয় প্রদর্শন করেন। এছাড়াও, তিনি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।[৪]

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কিস কিসকো পেয়ার কারুঁ চলচ্চিত্রে 'চম্পা' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তার অভিনীত চলচ্চিত্র হাউসফুল ৪ ২০১৯ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়।[৫]

চলচ্চিত্র তালিকা

বছর শিরোনাম চরিত্র
২০১৫ কিস কিসকো পেয়ার কারুঁ চম্পা
২০১৯ হাউসফুল ৪ গিগলি

তথ্যসূত্র

  1. "Johnny Lever's daughter continuing father's legacy: Vivek Oberoi"www.indianexpress.com। The Indian Express ltd.। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  2. "Johnny Lever daughter Jamie J in Comedy Circus Ke Mahabali"Filmi Beat। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  3. "The Heir Is on Air"Open The Magazine। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  4. "Jamie performs in front of father Johnny Lever"Times of India। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  5. "'Housefull 4': All you need to know about the film"The Times of India। ১৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮