ডেভিড জনসন

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ডেভিড জনসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামডেভিড জ্যুড জনসন
জন্ম১৬ অক্টোবর, ১৯৭১
আরাসিকেরে, কর্ণাটক, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ২০৮)
১০ অক্টোবর ১৯৯৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২৬ ডিসেম্বর ১৯৯৬ বনাম দক্ষিণ আফ্রিকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৯
রানের সংখ্যা ৪৩৭
ব্যাটিং গড় ৪.০০ ১১.২০
১০০/৫০ -/- ১/-
সর্বোচ্চ রান ১০১*
বল করেছে ২৪০ ৫৯৩৬
উইকেট ১২৫
বোলিং গড় ৪৭.৬৬ ২৮.৬৩
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৫২ ৮/৫৫
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ২০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ সেপ্টেম্বর ২০২০

ডেভিড জ্যুড জনসন (এই শব্দ সম্পর্কেউচ্চারণ ; জন্ম: ১৬ অক্টোবর, ১৯৭১) কর্ণাটকের আরাসিকেরে এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটক ও বেলাগাভী প্যান্থার্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ডেভিড জনসন

প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৯৯২-৯৩ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত ডেভিড জনসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ভারতীয় দলের ফাস্ট বোলারের ঘাটতি থাকায় ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনকারী ডেভিড জনসনকে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৫-৯৬ মৌসুমের রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় কেরালার বিপক্ষে ১৫২ রান খরচায় ১০ উইকেট লাভ করেন। এটিই খেলায় তার ব্যক্তিগত সেরা ছিল। ফলশ্রুতিতে, দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষমতা দেখান।

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ডেভিড জনসন। ১০ অক্টোবর, ১৯৯৬ তারিখে দিল্লিতে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২৬ ডিসেম্বর, ১৯৯৬ তারিখে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৯৬ সালে দুই টেস্টে অংশ নিয়ে তিনটিমাত্র উইকেট লাভ করেছিলেন। তৎকালীন সময়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বোলিং করে ভারতের দ্রুততম বোলার হিসেবে পরিগণিত হয়েছিলেন। ফিরোজশাহ কোটলা মাঠে সিরিজের একমাত্র টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। নিয়মিত ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথের আঘাতপ্রাপ্তিতে জনসনকে দলে রাখা হয়। কর্ণাটকের দলীয় সঙ্গী ভেঙ্কটেশ প্রসাদের সাথে বোলিং কর্মে অগ্রসর হন। দ্বিতীয় ইনিংসে মাইকেল স্ল্যাটারের উইকেট পেয়েছিলেন।

এরপর, দলের সাথে দক্ষিণ আফ্রিকা গমন করেন। তবে, একটিমাত্র টেস্ট খেলার সুযোগ পান। তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ২৮টি ও ৯৫ উইকেট লাভের পাশাপাশি ১০১ রানের অপরাজিত ও একমাত্র শতরানের ইনিংস খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় সিরিজের প্রথম টেস্টে অংশ নিয়ে হার্শেল গিবসব্রায়ান ম্যাকমিলানকে আউট করেন।

তাকে কখনো আন্তর্জাতিক অঙ্গনের উপযোগী খেলা প্রদর্শন করতে দেখা যায়নি। মনোযোগহীনতাসহ বলের উপর নিয়ন্ত্রণহীনতাই দায়ী ছিল।

তথ্যসূত্র

  1. List of India Test Cricketers
  2. "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  3. "India – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।