তিন কন্যা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
তিন কন্যা
চিত্র:তিন কন্যা-সত্যজিৎ রায়.jpg
তিন কন্যা সিনেমার ডিভিডি কভার
পরিচালকসত্যজিত রায়
রচয়িতারবীন্দ্রনাথ ঠাকুর (কাহিনী)
পরিবেশকসনি পিকচার্স
মুক্তি১৯৬১
দৈর্ঘ্য১১২ মিনিট

তিন কন্যা সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র যা ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পায়। এটি প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প থেকে করা তিনটি চলচ্চিত্রের সংকলন। রবি ঠাকুরের তিনটি গল্পের তিনটি প্রধান চরিত্রই নারী, এই তিন নারী চরিত্রকে বোঝানোর জন্য সিনেমার নাম দেয়া হয়েছে তিন কন্যা। এর মধ্যে প্রথম সিনেমা পোস্টমাস্টার-এ কন্যা থাকে খুব ছোট, ৮-৯ বছরের হবে। দ্বিতীয় সিনেমা মণিহারা-তে কন্যা থাকে বিবাহিতা, ২০-২৫ তো হবেই। আর তৃতীয় ও শেষ সিনেমা সমাপ্তি-তে কন্যা থাকে ষোড়শী।

পোস্টমাস্টার

চরিত্রসমূহ

  • চন্দনা বন্দ্যোপাধ্যায় - রতন (রত্না নামের ছোট্ট মেয়েটি)
  • অনিল চট্টোপাধ্যায় - নন্দলাল (পোস্টমাস্টার)

মণিহারা

চরিত্রসমূহ

  • কণিকা মজুমদার - মণিমালিকা (চিত্তবিকারগ্রস্ত কন্যা)
  • কালী বন্দ্যোপাধ্যায় - ফণীভূষণ সাহা (স্বামী)

সমাপ্তি

চরিত্রসমূহ

তথ্যসূত্র

বহিঃসংযোগ