দেবেন্দ্র ঝাঝরিয়া

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
দেবেন্দ্র ঝাঝারিয়া
Devendra Jhajharia.jpg
২০১৬ প্যারালিম্পিকে স্বর্ণপদকের সাথে দেবেন্দ্র
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1981-06-10) ১০ জুন ১৯৮১ (বয়স ৪২)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগএফ৪৬ বর্শা নিক্ষেপণ
প্রশিক্ষকআর ডি সিং
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল2004

দেবেন্দ্র ঝাজারিয়া (জন্ম: ১০ জুন ১৯৮১) একটি ভারতীয় প্যারালিম্পিক ক্রীড়াবিদ, যে জ্যাভেলিন থ্রো এফ ৪৬ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান। ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জ্যাভিলিন নিক্ষেপে তিনি প্রথম স্বর্ণ জিতেছিলেন, তিনি প্যারালিম্পিকে নিজের দেশের জন্য দ্বিতীয় স্বর্ণপদক বিজয়ী হয়ে উঠেছিলেন। রিও ডি জেনিরোতে ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি তার আগের রেকর্ডকে আরও ভাল করে একই ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক জিতেন। দেবেন্দ্রকে বর্তমানে প্যারা চ্যাম্পিয়ন্স প্রোগ্রামের মাধ্যমে গোস্পোর্টস ফাউন্ডেশন স্পন্সর করছে।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "FICCI announces the Winners of India Sports Awards for 2014"IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Padma Awards" (PDF)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫