নিবেদিতা তিওয়ারী

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
নিবেদিতা তিওয়ারী
Nivedita Tiwari 2012.jpg
২০১২ সালে নিবেদিতা তিওয়ারী
জন্ম (1985-11-24) ২৪ নভেম্বর ১৯৮৫ (বয়স ৩৮)
মাতৃশিক্ষায়তনজেবি একাডেমি, ফৈজাবাদ রামজাস কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনয়শিল্পী
কর্মজীবন২০১০–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅঙ্কুর পেগু

নিবেদিতা তিওয়ারী (জন্ম: ২৪শে নভেম্বর ১৯৮৫) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি জি টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ভাগোওয়ালী - বাঁটে আপনি তকদীর-এ রুনঝুন এবং অ্যান্ডটিভিতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক গঙ্গা-এ সুপ্রিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রারম্ভিক জীবন

নিবেদিতা তিওয়ারী ১৯৮৫ সালের ২৪শে নভেম্বর তারিখে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যাতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তাঁর শৈশব অতিবাহিত করেছেন। তিনি অযোধ্যার জেবি একাডেমি থেকে স্কুল জীবনের পড়াশোনা সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন; যেখানে তিনি ইংরেজি সাহিত্য বিভাগ হতে স্নাতক সম্পন্ন করেছেন।[১][২]

চলচ্চিত্র এবং টেলিভিশন জীবন

নিবেদিতা তিওয়ারী কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক বালিকা বধু-তে অভিনয় জন্য অডিশন দিতে এসেছিলেন; এবং তিনি উক্ত ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র আনন্দীর জন্য নির্বাচিত শীর্ষ ৩ জনের একজন ছিলেন।[৩][৪] পরে তিনি জি টিভিতে প্রচারিত ভাগোওয়ালী - বাঁটে আপনি তকদীর নামক টেলিভিশন ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। উক্ত ধারাবাহিকে তিনি রুনঝুন মিশ্র-এর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি যেখানেই যান সেখানেই সৌভাগ্য নিয়ে আসেন।[৫] এই ধারাবাহিকটি ২০১০ সাল হতে ২০১২ সাল পর্যন্ত প্রচার করা হয়েছিল। এই সময়কালে, নিবেদিতা ইয়াহাঁ ম্যায় ঘর ঘর খেলি এবং স্টার ইয়া রকস্টার-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৬][৭] তিনি রাম মিলায়ি জোড়ি নামক টেলিভিশন ধারাবাহিকের একটি পর্বে অভিনয় করেছিলেন; যেখানে তিনি একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন। নিবেদিতা টেলিভিশন জগতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও অভিনয় করেছেন। তিনি খাপ-এ সুরীলি চরিত্রে অভিনয় করেছেন, তাঁর অভিনীত চরিত্রটি ছিল এমন একটি মেয়ের যে তার নিজের গ্রামে খুন হয়ে যায়, কারণ সে সেই গ্রামেরই কাউকে বিয়ে করতে চেয়েছিল।[৮] ২০১৪ সালে, তিনি দিওয়ানি এবং নীলি ছত্রী ওয়ালে নামক টেলিভিশন ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

নিবেদিতা তিওয়ারী সৃজনশীল লেখা, গান শোনা এবং বই পড়া উপভোগ করেন। একটি সংক্ষিপ্ত কবিতাসহ তাঁর একটি মতামত নিবন্ধ দ্য টাইমস অব ইন্ডিয়া তে প্রকাশিত হয়েছিল। তিনি নিয়মিতভাবে নিজের ব্লগে লেখা পোস্ট করেন। ২০১১ সালের ৪ঠা ডিসেম্বর তারিখে, স্বদেশের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অঙ্কুর পেগুর সাথে নিবেদিতা তাঁর নিজ শহর ফয়জাবাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তথ্যসূত্র

  1. Tiwari, Nivedita. "A child of Ayodhya, I hate seeing it made a cause of discord"The Times of India। ২৯ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Das, Madhuparna. "Television"। The Telegraph। ৬ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Das2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "Who Will Be Anandi?"The Times of India। ১৬ জুলাই ২০১০। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২ 
  5. "That's NOT VIDYA BALAN! Introducing Nivedita Tiwari in Bhagonwali"। ZeeUK.com। ১২ জুলাই ২০১০। ২৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২ 
  6. ইউটিউবে Yahaaan Main Ghar Ghar Kheli Diwali Special Oct. 25 '11 Song - 9
  7. ইউটিউবে Star Ya Rockstar : Episode 7 - 29-10-2011
  8. "Khap Movie Preview"। Yahoo News India। ২২ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২ 

বহিঃসংযোগ