পরিণীতা (১৯৫৩-এর চলচ্চিত্র)

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
পরিণীতা
চিত্র:পরিণীতা (১৯৫৩) চলচ্চিত্রের পোস্টার.jpg
परिणीता
পরিচালকবিমল রায়
প্রযোজকঅশোক কুমার
রচয়িতাভ্রজেন্দ্র গৌর (সংলাপ)
নবেন্দু ঘোষ (সংলাপ)
চিত্রনাট্যকারবিমল রায়
অসিত সেন
মনি ভট্টাচার্য
নবেন্দু ঘোষ
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 
পরিণীতা
শ্রেষ্ঠাংশে
সুরকারঅরুণ মুখোপাধ্যায়
চিত্রগ্রাহককমল বসু
সম্পাদকহৃষিকেশ মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
অশোক কুমার প্রোডাকশন্স
মুক্তি১৯৫৩[১]
দৈর্ঘ্য১৫১[২]
দেশভারত
ভাষাহিন্দি

পরিণীতা (হিন্দি: परिणीता) ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিমল রায়। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতা গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিমল রায়, অসিত সেন, মনি ভট্টাচার্য, নবেন্দু ঘোষ; এবং সংলাপ লিখেছেন ভ্রজেন্দ্র গৌর ও নবেন্দু ঘোষ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অশোক কুমার, মিনা কুমারী, মনোরমা, ও নাজির হুসেন

কাহিনী সংক্ষেপ

ললিতা ও শেখর প্রতিবেশী। ললিতা অনাথিনী আর শেখর জমিদারের একমাত্র পুত্র। ললিতা শেখরের নিত্যদিনের কাজ করে দেয়। শেখর তাকে পড়াশুনায় উদ্ধুদ্ধ করে এবং মাঝে মাঝে তাকে বিভিন্ন বিষয়ের পাঠ দান করে। ললিতার চাচা গুরুচরণ দরিদ্র ব্রাহ্মণ। তিনি তার মেয়ের বিয়ের জন্য শেখরের বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, যা তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাড়ায়। বিবাদ আরও ঘনীভূত হয় যখন গিরিন সেই পাওনা পরিশোধ করতে চায়।

অপরদিকে, ললিতা ও শেখর কাউকে না জানিয়ে বিয়ে করে। কিছুদিন পর ললিতার চাচা মারা যান। মৃত্যুর সময় গুরুচরণ গিরিনকে ললিতাকে বিয়ে করতে বলে এবং এই পরিবারের দায়িত্ব নিতে বলে। গিরিন ললিতাকে বিয়ের প্রস্তাব দিলে ললিতার তাকে তার বিয়ের কথা জানায়। গিরিন পরে ললিতার আরেক ছোট বোনকে বিয়ে করে। কিন্তু গিরিন টাকা পরিশোধ করায় রটে যায় ললিতাকে গিরিনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে শেখরের পরিবার থেকে তার বিয়ের তাড়া দেওয়া হয়। কিছুদিন পর ললিতা শেখরের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে শোকাহত হয়। গিরিন তাকে কলকাতায় নিয়ে আসে। সেখানে শেখরের সামনে সকল সত্য তুলে ধরা হলে তার ভুল ভাঙ্গে।

কুশীলব

সঙ্গীত

পরিণীতা চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অরুণ মুখোপাধ্যায়। গানের কথা লিখেছেন ভরত ব্যস[৩]

গানের তালিকা

নং.শিরোনামকণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."গোরে গোরে হাতোঁ মে মেহন্দি রাঁচা"আশা ভোসলে৩:১৩
২."চালে রাধে রানে"মান্না দে৩:১৪
৩."চাঁদ হ্যাঁ ওহি"গীতা দত্ত৩:০৭
৪."আয়ে বান্দি তুম বেগম বানো"কিশোর কুমার ও আশা ভোসলে৩:৪৬
৫."টুটা হ্যায় নাতা মিত কা"অসিত বরণ৩:১৮
৬."তুম ইয়াদ আ রাহে"আশা ভোসলে৩:১৯
৭."চালি রাধে রানী আঁখিয়ো মে পানি"মান্না দে 

পুরস্কার

ফিল্মফেয়ার পুরস্কার[৪]

তথ্যসূত্র

  1. "Parineeta (1953)"ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৭ 
  2. "Parineeta (1953)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৭ 
  3. "Parineeta : Lyrics and video of Songs from the Movie Parineeta (1953)"Hindi Geetmala। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৭ 
  4. "Filmfare Best Film Awards 1953-2000"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ