পূজা বেদী

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
পূজা বেদী
Pooja Bedi grace the launch of Farah Khan Ali’s book 'A Bejewelled Life'.jpg
২০১৯ সালে পূজা বেদী
জন্ম (1970-05-11) ১১ মে ১৯৭০ (বয়স ৫৩)[১]
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক
দাম্পত্য সঙ্গীফারহান ইব্রাহিম
(১৯৯৪–২০০৩; তালাকপ্রাপ্ত)
সন্তান
পিতা-মাতাকবির বেদী (বাবা)
প্রতিমা বেদী (মা)

পূজা বেদী (জন্ম: ১১ মে ১৯৭০) হলেন একজন প্রাক্তন বলিউড অভিনেত্রী, টেলিভিশন টক শো উপস্থাপক এবং সংবাদপত্রের কলাম লেখক। তিনি অভিনেতা কবীর বেদী এবং প্রয়াত প্রতিমা বেদীর কন্যা। তিনি ২০১১ সালে, কালার্সে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৫ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ১০ম স্থান অধিকার করেছিলেন।

জীবন এবং পেশা

প্রাথমিক জীবন এবং কর্মজীবন শুরু

পূজা বেদী বোম্বাইতে (বর্তমান মুম্বই) প্রয়াত ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী প্রতিমা বেদী এবং চলচ্চিত্র তারকা কবির বেদীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর ভাষ্যমতে তিনি বোহেমীয় প্রগতিশীল শৈল্পিক পরিবেশে তাঁর শৈশব অতিবাহিত করেছেন।[১] তিনি তাঁর প্রাথমিক শিক্ষা বোম্বের বেসেন্ট মন্টেসরি এবং পরবর্তীতে হিমাচল প্রদেশের সানাওয়ারের লরেন্স স্কুল হতে সম্পন্ন করেছেন।

১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পূজা বেদী হিন্দি চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। কামসূত্র কনডমের একটি বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য তিনি অধিক পরিচিতি লাভ করেছিলেন। অন্য উদ্দেশ্য থাকলেও মূলত এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এই বিজ্ঞাপনটি করা হয়েছিল।[২]

তিনি ক্যারি অন পাপা, ওয়াও হোয়াট এ গার্ল এবং বাংলায় যাত্রা র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন।[৩]

তিনি জগ মুন্ধরার চলচ্চিত্র বিষকন্যায় (১৯৯১) অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। ১৯৯২ সালে, তিনি জো জিতা ওয়াহি সিকান্দার নামক চলচ্চিত্রে আমির খানের সাথে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত অন্যান্য চলচ্চিত্র হচ্ছে: লুটেরে (১৯৯৩) এবং আতঙ্ক হি আতঙ্ক (১৯৯৫)।[৪]

রিয়ালিটি অনুষ্ঠানে অভিষেক

২০০০ সালে, তিনি তাঁর মা প্রতিমা বেদীর স্মৃতি স্মরণিকা টাইমপাস (পেঙ্গুইন বুকস, ভারত) সংকলন এবং সম্পাদনা করেছিলেন।[৩] তিনি দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং মিড ডে-র মতো জনপ্রিয় সংবাদপত্রের কলামিস্ট ছিলেন এবং ল'ফিসিল, ফেমিনা এবং দ্য উইক সহ অসংখ্য প্রকাশনা নিয়ে নিবন্ধ লিখেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] ২০০০ সালে, তিনি অমিতাভ বচ্চনের সাথে একটি জনসাধারণমূলক প্রচারণা শুরু করেছিলেন।[৫]

২০০৫ সালে, পূজা বেদী হানিফ হিলালের নাচ বলিয়েতে অংশগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে, বেদী জনপ্রিয় নৃত্যবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ঝলক দিখলা যা তৃতীয় আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৭ম স্থান অধিকার করেছেন। অতঃপর ২০০৮ সালে, তিনি ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ির ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন। ২০১১ সালে, কালার্সে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৫ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন;[৬] যেখান থেকে তিনি ৫৬তম দিনে নির্গত হয়ে ১০ম স্থান অধিকার করেছিলেন।[৭][৮]

তথ্যসূত্র

  1. ১.০ ১.১ Sawhney, Anubha (১ জুন ২০০৩)। "Pooja Bedi: The siege within"The Times of India। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১ 
  2. "How India reacted to its first 'sexy' condom ad"। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  3. ৩.০ ৩.১ "Pooja Bedi"। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  4. "Pooja Bedi"। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  5. Vivek Fernandes; Priyanka Bhattacharya (১৭ মে ২০০০)। "'Why is the man such a grump?'"Rediff.com। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১ 
  6. "Bigg Boss 5: Juhi Parmar to Shakti Kapoor, here's the final list of contestants"। ২ অক্টোবর ২০১১। 
  7. "Pooja Bedi evicted from Bigg Boss 5 house"। ২৬ নভেম্বর ২০১১। 
  8. "'Sky is the most fake person in Bigg Boss'"। ৫ ডিসেম্বর ২০১১। 

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে পূজা বেদী সম্পর্কিত মিডিয়া দেখুন।

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।