ফয়সাল খান

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ফয়সাল খান
জন্ম (1966-08-03) ৩ আগস্ট ১৯৬৬ (বয়স ৫৭)
পেশাঅভিনেতা, গায়ক
কর্মজীবন১৯৮৮-২০০৫, ২০১৫-বর্তমান
আত্মীয়আমির খান (ভাই)
নিখাত খান (বোন)
নাসির হুসাইন (চাচা)
ইমরান খান

ফয়সাল খান (জন্ম: মোহাম্মদ ফয়সাল হোসেন খান জন্ম: ৩ আগস্ট ১৯৬৬) একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলতঃ হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

পারিবারিক ইতিহাস

খান প্রযোজক তাহির হোসেনের পুত্র। তার ভাই আমির খান, যিনি একজন প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক এবং তার ২টি বোন রযেছে: একজন নিখাত খান, যিনি প্রযোজক হিসেবে কাজ করেন এবং অপরজন ফরহাত খান। তার চাচা নাসির হোসেন একজন প্রখ্যাত প্রযোজক ও পরিচালক ছিলেন। এছাড়াও তার ভাতিজা ইমরান খানও একজন অভিনেতা এবং তার চাচা তারিক খান ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের একজন অভিনেতা ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ তার আত্মীয় হন।[১]

কর্মজীবন

খান তার চাচা নাসির হোসেনের ১৯৬৯ সালের চলচ্চিত্র প্যায়ার কা মওসম-এ ছোট একটি ভূমিকায় অভিনয় করেন, যেখানে তিনি ৩ বছর বয়সী শিশু হিসেবে শশী কাপুরের চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ১৯৮৮ সালে তার ভাই আমির খানের চলচ্চিত্র কায়ামত সে কায়মাত তাকের একজন খলনায়ক হিসেবে ছোট একটি ভূমিকায় নিয়ে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন। ১৯৯০ সালে তিনি তার পিতার চলচ্চিত্র তুম মেরে হোতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে তার ভাই আমির খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

চলচ্চিত্রের তালিকা

অভিনেতা
প্রযোজক
সহকারী পরিচালক

তথ্যসূত্র

  1. "Dream to make a film on Maulana Azad: Aamir Khan"IE StaffThe Indian Express। ৯ জানুয়ারি ২০১৪। 

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।