বরখা সিং

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বরখা সিং
Barkha Singh at screening of Zee5 web-series Silence.jpg
বরখা সিং
জন্ম (1992-08-03) ৩ আগস্ট ১৯৯২ (বয়স ৩১)
মাতৃশিক্ষায়তনসেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাই
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি
পেশাঅভিনেত্রী, মডেল, উপস্থাপিকা
কর্মজীবন২০০৬ - বর্তমান

বরখা সিং (জন্ম: ৩ আগস্ট ১৯৯২) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল।[১] তিনি ১৪ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং তখন থেকে অ্যামাজন, ক্যাডবারি, কোকা-কোলা এবং ক্লিনিক প্লাসের মতো বড় ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এছাড়াও তিনি মুঝসে দোস্তি করোগে!, পরিণীতা, আপনা আসমানসময়: হোয়েন টাইম স্ট্রাইকস-এর মতো চলচ্চিত্রগুলিতে তার বিশেষ উপস্থিতির জন্য পরিচিত।

প্রারম্ভিক জীবন

রাজস্থানের বিকানেরে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর শিক্ষাগ্রহণের প্রতি ছিল খুব ঝোঁক। তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গণমাধ্যমে সম্মান সহ স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি-তে বিপণন ও ব্যবসায়ের ক্লাসে অংশ নিয়েছিলেন। তিনি সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[২]

কর্মজীবন

বরখা সিং এমটিভি ভারতে সম্প্রচারিত অনুষ্ঠান গার্লস অন টপ-এ জিয়া সেনের ভূমিকায় অভিনয় করার জন্য সুপরিচিত।[৩][৪] এছাড়াও তিনি এমটিভি ফানাহ-তে বেদিকা চরিত্রে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন। বরখা ইয়ে হ্যায় আশিকী এবং লাভ বাই চান্স' ধারাবাহিকে তার ভূমিকার পাশাপাশি অ্যান্ডটিভির সোপ অপেরা ভাগ্যলক্ষ্মী-তে সুরভী বরুণ শুক্লা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি এমটিভি ভারতের মাধ্যমে ভিজে সিং নামেও পরিচিত।

বরখা সিং ফিল্টারকপিতে বিভিন্ন সময় অভিনয় করেছিলেন।[৫] তিনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স সহ ডাইস মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানেও কাজ করেছিলেন।[৬]

টেলিভিশন উপস্থিতি

বছর অনুষ্ঠান ভূমিকা সূত্র
২০১৩ ইয়ে হ্যায় আশিকী নীতি
২০১৪ এমটিভি ফানাহ বেদিকা
লাভ বাই চান্স কাব্য
সি.আই.ডি. মায়রা
২০১৫ ভাগ্যলক্ষ্মী সুরভী বরুণ শুক্লা
সিক্রেট ডায়েরিজ: দ্য হিডেন চ্যাপ্টার্স বিন্দ্যা
২০১৬ গার্লস অন টপ জিয়া সেন [৭]
২০১৭ জাট কি জুগনি জ্যোতি
২০১৮ ক্যায়সি ইয়ে ইয়ারিয়া জেফ
ব্রেথ ভ্রুশালী

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা টীকা
২০০২ মুঝসে দোস্তি করোগে! পূজা সাহানী হিন্দি শিশুশিল্পী
২০১৯ হাউজ অ্যারেস্ট পিংকি নেটফ্লিক্স চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক

বছর ধারাবাহিক ভূমিকা ভাষা মাধ্যম
২০১৮ ইঞ্জিনিয়ারিং গার্লস তেজস্বিনী ওরফে সাবু হিন্দি দ্য টাইমলাইনার্স
২০১৯ হোম সুইট অফিস অধীরা ডাইস মিডিয়া, পকেট এসেস
প্লিজ ফাইন্ড অ্যাটাচড সানায়া

তথ্যসূত্র

  1. "Barkha Singh: Acting has always been my first love"timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  2. "Meet the 'over qualified' actress Barkha Singh"Tellychakkar.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪ 
  3. "MTV Splitsvilla 9 is back with a bang!"indiatoday.intoday.in। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  4. "Barkha Singh replaces Fenil Umrigar in MTV's Girls on Top"Tellychakkar.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৪ 
  5. World, Republic। "Barkha Singh: Here's everything you need to know about the actor"Republic World। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০ 
  6. Suthar, Author: Manisha (১৬ সেপ্টেম্বর ২০১৯)। "Ayush Mehra and Barkha Singh in Dice Media's Work Life Balance"IWMBuzz (English ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০ 
  7. "Saloni, Ayesha, Barkha nostalgic about their journey on MTV Girls On Top"The Times of India। ৪ অক্টোবর ২০১৬। 

বহিঃসংযোগ