বিক্রম বেদ

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বিক্রম বেদ
চিত্র:বিক্রম বেদ পোস্টার.jpg
বিক্রম বেদ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপুষ্কর-গায়েত্রী
প্রযোজকএস শশীকান্ত
রচয়িতাপুষ্কর-গায়েত্রী
শ্রেষ্ঠাংশেবিজয় সেতুপতি
মাধবন
সুরকারশ্যাম সি এস
চিত্রগ্রাহকপি এস বিনোদ
সম্পাদকরিচার্ড কেভিন
প্রযোজনা
কোম্পানি
ওয়াই নট স্টুডিওস
পরিবেশকট্রাইডেন্ট আর্টস
মুক্তি
  • ২১ জুলাই ২০১৭ (2017-07-21)[১]
দেশভারত
ভাষাতামিল
নির্মাণব্যয়11 crore[২]
আয়প্রা. 68 crore[৩]

বিক্রম বেদ (তামিল: விக்ரம் வேதா) ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় তামিল ভাষার চলচ্চিত্র যেটি রচনা এবং পরিচালনা করেন পুষ্কর-গায়েত্রী দম্পতি এবং এটি প্রযোজিত হয় শশীকান্তর ওয়াই নট স্টুডিওস দ্বারা। চলচ্চিত্রটিতে মাধবন একজন পুলিশ সদস্য এবং বিজয় সেতুপতি হিংস্র সন্ত্রাসী নেতার চরিত্রে অভিনয় করেন। এছাড়াও চলচ্চিত্রটিতে বড়লক্ষ্মী শরৎকুমার, শ্রদ্ধা শ্রীনাথ এবং কাদির অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনী প্রাচীন ভারতের বিক্রম-বেতালের একটি গল্প দ্বারা অনুপ্রাণিত।

২০১৫ সালের জানুয়ারী মাসে ওয়াই নট স্টুডিওসের কর্ণধার এস শশীকান্ত বলেন পুষ্কর এবং তার পত্নী গায়েত্রী আবার সিনেমা পরিচালনায় আসছেন যারা ২০১০ সালে তাদের সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। ২০১৫ সালজুড়ে চলচ্চিত্রটির গল্প লেখা শুরু হয় এবং মাধবনকে প্রধান চরিত্রে নেওয়া হবে এ কথা ভাবা হয় ২০১৬ এর ফেব্রুয়ারি মাসে। চলচ্চিত্রটি নির্মাণ সংক্রান্ত সব কাজ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়, এবং মুক্তি দেওয়া হয় দেরি করে ২১ জুলাইতে।[৪]

অভিনেতা বিজয় সেতুপতি চলচ্চিত্রটির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার - তামিল পেয়েছিলেন।

অভিনয়ে

তথ্যসূত্র

বহিঃসংযোগ