বিক্রান্ত ম্যাসি

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বিক্রান্ত ম্যাসি
Vikrant Massey at the premiere of film Chhapaak in 2020.jpg
২০২০ সালে ছপাক চলচ্চিত্রের প্রিমিয়ারে ম্যাসি
জন্ম (1987-04-03) ৩ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭)
মাতৃশিক্ষায়তনআর. ডি. ন্যাশনাল কলেজ
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১৩–বর্তমান

বিক্রান্ত ম্যাসি (জন্ম: ৩ এপ্রিল ১৯৮৭) হলেন একজন ভারতীয় চলচ্চিত্রটেলিভিশন অভিনেতা। ২০০৪ সালে কাহাঁ হু ম্যাঁয় নামক টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তার টেলিভিশন জগতে অভিষেক ঘটে। অতঃপর তিনি ধুম মাচাও ধুম, ধরম বীর, বালিকা বধূ, বাবা আইসো বড় ঢুন্ডো এবং কবুল হ্যায়ের মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। লুটেরা চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে,[১] এবং এরপর তিনি দিল ধড়কনে দোহাফ গার্লফ্রেন্ড চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তিনি কঙ্কনা সেন শর্মা পরিচালিত ২০১৭ সালের সমাদৃত চলচ্চিত্র আ ডেথ ইন দ্য গঞ্জ-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এরপর তিনি মির্জাপুর (২০১৮)-এর প্রথম মৌসুম, ক্রিমিনাল জাস্টিস (২০১৯) এবং ব্রোকেন বাট বিউটিফুল ওয়েব ধারাবাহিকের প্রথম দুই মৌসুমে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি এসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়ার ঘটনা নিয়ে নির্মিত ছপাক (২০২০)-এ দীপিকা পাড়ুকোনের বিপরীতে,[২][৩] প্রণয়ধর্মী হাস্যরসাত্মক গিন্নি ওয়েডস সানি (২০২০), প্রণয়ধর্মী থ্রিলার হাসিন দিলরুবা (২০২১) এবং সামাজিক হাস্যরসাত্মক ১৪ ফেরে (২০২১) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

বিক্রান্ত ম্যাসি ১৯৮৭ সালের ৩রা এপ্রিল মুম্বই শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। তার পিতা জলি এবং মাতা মীনা ম্যাসি।[৪] মহসিন ম্যাসি নামে তার এক বড় ভাই রয়েছে। তার পিতার পরিবার খ্রিস্টধর্মের অনুসারী। তার মায়ের পরিবার শিখ ধর্মের অনুসারী।

ম্যাসি ভার্সোভার সেন্ট অ্যান্টনিস উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন,[৫] এবং এরপর মুম্বইয়ের বান্দ্রার আর. ডি. ন্যাশনাল কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সে পড়াশোনা করেন। তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং ৭ বছর বয়সে স্বল্প সময়ের নৃত্য পরিবেশনা ও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করেছিলেন। তার শিক্ষক এবং বিদ্যালয়ের অধ্যক্ষের সহায়তায় এবং নির্দেশনায় তিনি বেশ অল্প বয়সেই পরিবেশন কলাকে তার কর্মজীবন হিসেবে বাছাই করেন। অবসর সময়ে তিনি ভ্রমণ, ক্রিকেট এবং ভিডিও গেমস খেলা পছন্দ করেন।

পুরস্কার ও মনোনয়ন

টেলিভিশন পুরস্কার
বছর পুরস্কার বিভাগ ফলাফল মনোনীত কর্ম সূত্র.
২০০৮ ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস জিআরএইট! বর্ষসেরা মুখ - পুরুষ প্রযোজ্য নয় বিজয়ী [৬]
২০১৩ জি রিশতে পুরস্কার জনপ্রিয় ভাই কবুল হ্যায় বিজয়ী
চলচ্চিত্র পুরস্কার
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০১৮ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) আ ডেথ ইন গঞ্জ মনোনীত [৭]

তথ্যসূত্র

  1. "First Day First Shot: Vikrant Massey recalls his time as a newbie on the sets of Ranveer Singh and Sonakshi Sinha-starrer Lootera"মুম্বই মিরর (English ভাষায়)। ১৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২০ 
  2. "Vikrant Massey to star opposite Deepika Padukone in film based on Laxmi Agarwal, it's called Chhapaak | Bollywood News"টাইমস নাউ (English ভাষায়)। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২০ 
  3. "Vikrant Massey says Deepika Padukone 'has given her all, emptied herself' for Chhapaak"হিন্দুস্তান টাইমস (English ভাষায়)। ২০২০-০১-০৫। ৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২০ 
  4. "Vikrant Massey's journey from a Versova cafe to the arclights"মুম্বই মিরর। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৭ 
  5. "Vikrant Massey: Movie Star In The Making"এনডিটিভি। ১১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৭ 
  6. "GR8! TV Magazine - The Indian Television Academy Awards, 2008"www.gr8mag.com। ২১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২০ 
  7. "Critics Best Actor in Leading Role Male 2017 Nominees | Filmfare Awards"ফিল্মফেয়ার (English ভাষায়)। ২১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৭ 

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে বিক্রান্ত ম্যাসি সম্পর্কিত মিডিয়া দেখুন।

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।