ভক্তি বারভে

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ভক্তি বারভে
জন্ম(১৯৪৮-০৯-১০)১০ সেপ্টেম্বর ১৯৪৮
মৃত্যু১২ ফেব্রুয়ারি ২০০১(2001-02-12) (বয়স ৫২)
অন্যান্য নামভক্তি বারভে ইনামদর
দাম্পত্য সঙ্গীশফী ইনামদর

ভক্তি বারভে (১০ সেপ্টেম্বর ১৯৪৮ – ১২ ফেব্রুয়ারি ২০০১) মারাঠি, হিন্দি এবং গুজরাটি ভাষার একজন ভারতীয় চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশন অভিনেত্রী ছিলেন। তিনি ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত কুন্দন শাহের কৌতুকভিত্তিক চলচ্চিত্র জানে ভি দো ইয়ারোয় শোভা সিং চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। উক্ত চলচ্চিত্রে তিনি নাসিরুদ্দিন শাহ্, সতীশ শাহ এবং রবি বসওয়ানীর সাথে অভিনয় করেছিলেন।[১]

ভক্তির প্রধান কর্মক্ষেত্র থিয়েটার, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটার এবং রঙ্গায়নের মতো শীর্ষস্থানীয় থিয়েটার ইউনিটের সাথে সংযুক্ত ছিলেন এবং তি ফুলারানী, নাগ মন্ডালা, আয়ে রিটায়ার হোতে আহে এবং হ্যান্ডস আপের মতো নাটকে অভিনয় করার জন্য অধিক পরিচিত। ১৯৯০ সালে ভারতের জাতীয় সংগীত, নৃত্য ও নাটক দ্বারা প্রদত্ত মহারাষ্ট্র গৌরব পুরস্কার এবং মারাঠি থিয়েটার অভিনয়ের জন্য তিনি সংগীত নাটক অকাদেমি পুরস্কার পেয়েছিলেন।[২] তিনি অভিনেতা শফী ইনামদরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যিনি ১৯৯৬ সালে মারা যান।[৩]

ব্যক্তিগত জীবন

ভক্তি ১৯৯৪৮ সালের ১লা সেপ্টেম্বর তারিখে ভারতের বোম্বে রাজ্যের সাংলীতে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যালয়ে পড়াশোনা করা কালীন তিনি সুধা কর্মকারের শিশু থিয়েটারের প্রযোজনায় একটি কাজে অংশ নিয়েছিলেন। তিনি প্রয়াত অভিনেতা শফী ইনামদরকে বিবাহ করেছিলেন।

পেশা

সুধা কর্মকারের লিটল থিয়েটারে অভিনয়ের মধ্য দিয়ে ভক্তি বারভে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। অল ইন্ডিয়া রেডিওর মুম্বই স্টেশনে একজন ঘোষক হিসেবে কাজ করার পরে তিনি বোম্বে দূরদর্শনের (ভারতের জাতীয় সম্প্রচারক) সাপ্তাহিকীর উপস্থাপক হিসাবে এবং একজন সংবাদ পাঠক হিসাবে সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ করেছেন। দূরদর্শনের সাথে থাকাকালীন, তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিত টেলিফিল্ম ডিডি বাহিনাবাইতে কাজ করেছেন; যেটি অভিনেতা বাহিনীবাবুর কবি-সাধক বাহিনাবাই চৌধুরীর চরিত্রের ওপর নির্মাণ করা হয়েছিল

১৯৭৩ সালের মারাঠি নাটক আজব নয়া ভার্তুলাচায় (অনুবাদ: চক্রের অদ্ভুত বিচার) অভিনয় করেছেন, যেটি সি. টি. খানলকরের বের্টোল্ট ব্রেশ্‌টের ককেশিয়ান চক সার্কেলএর রূপান্তর ছিল। মোহন রাকেশের আধে-আধুরে, ১৯৭৫ সালে টি ফুল রানীর (ফুল রানী) ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। পি.এল. দেশপাণ্ডের জর্জ বার্নার্ড শ-এর ওপর নির্মিত পিগমালিয়ান এবং জে লার্নারের মাই ফেয়ার লেডি-তে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছিলেন। দুটি অতি জনপ্রিয় মারাঠি মঞ্চ নাটক, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত হ্যান্ডস-আপ এবং ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গা মাঝা ভেগালায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। উভয় নাটকই পরিচালক অবিনাশ মাসুরেকর পরিচালনা করেছিলেন।

তিনি হিন্দি চলচ্চিত্র ছাড়াও অনেক টেলিভিশন ধারাবাহিক ও নাটকে অভিনয় করেছেন; যার মধ্যে ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত কুন্দন শাহের কৌতুকভিত্তিক চলচ্চিত্র জানে ভি দো ইয়ারো এবং ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দ নিহলানীর হাজার চৌরাশী কি মা উল্লেখযোগ্য। তিনি অখিল ভারতীয় মারাঠি নাট্য সম্মেলনের সভাপতিও ছিলেন।[৪]

মৃত্যু

২০০১ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে, মহারাষ্ট্রের ওয়াইতে ভক্তি বারভে পু লা ফুলরানি আনি মি-এর একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরদিন সকালে মুম্বই ফেরার পথে তাঁর গাড়িটি মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ভাটান সুড়ঙ্গের মুখে গিয়ে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তিনি তার চোটে মারা যান।[৫][৬]

পুরস্কার

ভক্তি বারভে ২০০১ সালে ভারতীয় সিনেমা ও টেলিভিশনে তাঁর অবদানের জন্য মরণোত্তর ভারতীয় টেলি পুরস্কারে ভূষিত হন।[৩]

তথ্যসূত্র

  1. The Oxford companion to Indian theatre, by Ananda Lal. Oxford University Press, 2004. আইএসবিএন ০-১৯-৫৬৪৪৪৬-৮. page 37.
  2. Bhakti Barve Inamdar 1990 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে Sangeet Natak Akademi Award Official listing.
  3. ৩.০ ৩.১ "Tee Phulrani leaves an aching void on stage and screen"Screen। ১৬ ফেব্রুয়ারি ২০০১। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১২ 
  4. Bhave award for Karmarkar Indian Express, 6 November 1998.
  5. TV, stage actress Bhakti Barve dies in car accident Indiantelevision, 12 February 2001.
  6. The petite dame takes her final bow Indian Express, 13 February 2001.

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।