ভাবনা রাধাকৃষ্ণন

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ভাবনা রাধাকৃষ্ণন
জন্ম
টি.এম ভাবনা

(1961-07-28) ২৮ জুলাই ১৯৬১ (বয়স ৬২)
পেশানেপথ্য সঙ্গীতশিল্পী
কর্মজীবন১৯৯১-বর্তমান
দাম্পত্য সঙ্গীড. সি জি রাধাকৃষ্ণন নামবুথিরী
সন্তানঅরুণ, অনঘা

ভাবনা রাধাকৃষ্ণন (বিবাহপূর্ব টি.এম ভাবনা, জন্ম ২৮শে জুলাই ১৯৬১) হলেন একজন কর্ণাটকী গায়ক এবং মালয়ালম চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতশিল্পী[১] তিনি ১৯৯৭সালে কালিয়ত্তম ছবিতে "এননোডেন্থিনি পিনাক্কাম" গানের জন্য সেরা গায়কের জন্য কেরালার রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।[২] তিনি কেরালা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।[৩]

প্রাথমিক জীবন

১৯৬১ সালের ২৮শে জুলাই ভাবনা পালক্কাড়ে জন্মগ্রহণ করেন। তিনি কেরালার একজন বিখ্যাত নেপথ্য কন্ঠশিল্পী।

কর্ম জীবন

এই গায়ক কেরালায় ৩০০ টিরও বেশি মঞ্চে সংগীতানুষ্ঠানে গান শুনিয়েছেন। সংগীতের ক্ষেত্রে তাঁর বিস্তৃত জ্ঞানের পরিধি নিয়ে তিনি কেরলের কোল্লাম শহরের এস এন কলেজে কর্ণাটকী সংগীতের সহযোগী অধ্যাপক পদে নির্বাচিত হন। তিনি এই প্রতিষ্ঠানে বেশ কয়েক বছর ধরে রাজ্যের বহু সংগীত উচ্চাকাঙ্ক্ষীর কাছে সংগীতের জ্ঞান প্রচার করার দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভক্তিমূলক সংগীত গায়ক হিসাবেও পরিচিত।[৪][৫]

১৯৯১ সালে 'থাঙ্কাভিলাকানম্মা' গান দিয়ে তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে প্রথম সুযোগ পান। এই গানটি তিনি এমজি শ্রীকুমার, শিশু শিল্পী কবিতা এবং শ্রীমান জয়রামের সাথে গেয়েছিলেন। তবে তিনি যখন ‘কালিয়াত্তম’ চলচ্চিত্রের জন্য গান করার প্রস্তাব পেয়েছিলেন তখন তিনি সকলের নজরে আসেন। এটি পরিচালক ছিলেন জয়রাজ। এই ছবিতে সংগীত পরিচালনা করেছিলেন কৈথাপ্রাম দামোদরন এবং আচু রাজামণি। ছবিটির জন্য সুরেশ গোপী সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এবং জয়রাজ পেয়েছিলেন সেরা পরিচালকের পুরস্কার।

চলচ্চিত্রটি সেরা সংগীতকারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল। ছবিটি ১৯৯৭ সালে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। ভাবনা রাধাকৃষ্ণণ সংগীত রচয়িতা কৈথাপ্রামের সাথে এই চলচ্চিত্রের জন্য কেরালা সরকার প্রদত্ত সেরা মহিলা নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার পেয়েছিলেন।[৩][৪][৫]

১৯৯৮ সালে, মোহন কুপলারি পরিচালিত 'কাট্টথোরু পেনপুভু' ছবিটি মুক্তি পেয়েছিল এবং প্রবল জনপ্রিয় হয়েছিল। এই ছবিতে মুরলী ও সংগীতা মুখ্য চরিত্রে ছিলেন। ভাবনা সিন্ধুর সাথে 'মনসসিলেন্থে' নামক গানটি গেয়েছিলেন।

একই বছরে, তিনি কে.বি. মাডু পরিচালিত 'চিত্রশালাভম' চলচ্চিত্রের জন্য গান গেয়েছিলেন। ছবিটিতে সুর সংযোজন করেছিলেন আচু রাজামণি এবং পেরুম্বাবুর জি. রবীন্দ্রনাথ। ভাবনা এই চিলচ্চিত্রে ‘নন্দ কুমারানু’ গানটি গেয়েছিলেন। ২০০০ সালে, তিনি 'বরাভয়' চলচ্চিত্রের জন্য ‘ওরু নীলা মেঘম’ গানটি গেয়েছিলেন।

২০১০ সালে, তিনি 'আলেকজান্ডার দ্য গ্রেট' নামে একটি চলচ্চিত্রের জন্য একটি গান রেকর্ড করেছিলেন। ছবিটির সংগীতকার ছিলেন এম.জি. শ্রীকুমার এবং ছবিটি প্রযোজনা করেছিলেন অভিনেতা - প্রযোজক মোহনলাল[৩]

ছবিতে ভাবনার গাওয়া গান

তিনি ছবিতে যে গানগুলি গেয়েছেন তা হ'ল :-

# গান চলচ্চিত্র বছর গায়ক (সমূহ)
থাঙ্কাভিলাকানম্মা দ্য অনারেবল পাঙ্কুন্নি নায়ার ১৯৯১ এম.জি. শ্রীকুমার, ভাবনা রাধাকৃষ্ণন, শিশুশিল্পী কবিতা, শ্রীমান জয়রাম
এনোদেন্থিনি পিঙ্ককাম কালিয়াত্তম ১৯৯৭ ভাবনা রাধাকৃষ্ণন
মনসসিলেন্থে কাট্টথোরু পেনপুভু ১৯৯৮ ভাবনা রাধাকৃষ্ণন, সিন্ধু
নন্দ কুমারানু চিত্রশালাভম [৬] ১৯৯৮ ভাবনা রাধাকৃষ্ণন
ওরু নীলা মেঘম বরাভয় ২০০০ ভাবনা রাধাকৃষ্ণন
ওরিলাক্কুম্বিল ভেনালক্কালাম ২০০৩ ভাবনা রাধাকৃষ্ণন
লোকা সমস্থ সুঘিনো আলেকজান্ডার দ্য গ্রেট ২০১০ এম.জি. শ্রীকুমার, ভাবনা রাধাকৃষ্ণন

তথ্যসূত্র

  1. "Glowing tributes paid to Pattanakkad Purushothaman"The Hindu। ২০ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯ 
  2. "STATE FILM AWARDS: 1997"। Official website of Department of Information and Public Relations (Kerala), Govt. of Kerala। পৃষ্ঠা 3। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৪ 
  3. ৩.০ ৩.১ ৩.২ "Bhavana Radhakrishnan"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  4. ৪.০ ৪.১ Sathyendran, Nita (৯ জানুয়ারি ২০১৪)। "Spiritual songs for the soul"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৪ 
  5. ৫.০ ৫.১ "Avar Kandumuttumbol: Systematic music life"Mathrubhumi News। ২০১৬-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৫ 
  6. ইন্টারনেট মুভি ডেটাবেজে ভাবনা রাধাকৃষ্ণন

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।