ভারতপিডিয়া:রোলব্যাক

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রোলব্যাক

রোলব্যাক হচ্ছে মিডিয়াউইকি সফটওয়্যারের একটি সুবিধা যার সাহায্যে একটি ক্লিকের মাধ্যমে কোনো সম্পাদনাকারীর এক টানা সম্পাদিত সকল সম্পাদনা বাতিল করে পূর্ববর্তী ব্যবহারকারীর সর্বশেষ সম্পাদনায় ফিরে আনা সম্ভব।

যেসকল ব্যবহারকারীর রোলব্যাক অধিকার রয়েছে, তারা কোনো পাতার সর্বশেষ সংস্করণের পাশে একটি অতিরিক্ত [পুনর্বহাল] বা [২টি সম্পাদনা রোলব্যাক করুন] লেখা দেখতে পাবেন। এই লিংক ক্লিক করার মাধ্যমে এক বা একাধিক সম্পাদনা এক ক্লিকেই বাতিল করা সম্ভব হবে। এই লিংক সাম্প্রতিক পরিবর্তনসমূহ, পাতার ইতিহাস, সম্পাদনা পার্থক্য, ব্যবহারকারীর অবদান, ও নজরতালিকায় প্রদর্শিত হবে। এই লিংকটি দেখতে অনেকটা এরকম:

  • ০৫:৫৮, ২৫ এপ্রিল ২০২২ (পরিবর্তন | ইতিহাস) ভারতপিডিয়া:রোলব্যাক (পরীক্ষা) (বর্তমান) [পুনর্বহাল]

‘[পুনর্বহাল]’ লিংকে ক্লিক করার মাধ্যমে পাতাটির ঐ সংস্করণ বাতিলসহ ঐ সংস্করণের ব্যবহারকারীর পর পর করা সকল সম্পাদনাই বাতিল হয়ে যাবে, এবং পূর্বের সম্পাদনাকারীর সর্বশেষ সংষ্করণটি প্রদর্শিত হবে। রোলব্যাকটির সম্পাদনা সারাংশ হবে অনেকটা এরকম:

ক-এর সম্পাদিত সংস্করণ হতে খ-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত

রোলব্যাক সুবিধা সকল প্রশাসকের জন্য সক্রিয়, এবং অন্য ব্যবহারকারীদের অনুরোধক্রমে এই সুবিধা পেতে পারেন। বর্তমানে বাংলা ভারতপিডিয়ায় জন প্রশাসক ও জন রোলব্যাকারসহ সর্বমোট ২ জন ব্যবহারকারীর এই সুবিধা রয়েছে।