ভারতের প্রধান বিচারপতি

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

ভারতের প্রধান বিচারপতি হলেন ভারতের বিচারব্যবস্থার প্রধান ব্যক্তি। অন্যভাবে তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান ও সর্ব্বোচ্চ বিচারপতি।[১]

সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে প্রধান বিচারপতি সাংবিধানিক সভার মামলা ও নিয়োগের দ্বায়িত্ব পালন করে, যা আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের সংবিধানের ১৪৫ নং অনুচ্ছেদ এবং ১৯৬৬ সালের সুপ্রিম কোর্ট নীতিমালা অনুসারে, প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সাথে সম্মিলিত হয়ে তাদের কার্য সম্পাদন করেন।বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন সরোদ আরভিন্দ বোবদে ।[২]

বিচারপতিগণের তালিকা

  1. এইচ.জে. কানিয়া
  2. এম. পতঞ্জলি শাস্ত্রী
  3. মেহের চাঁদ মহাজন
  4. বিজন কুমার মুখার্জী
  5. সুধী রঞ্জন দাস
  6. ভুবনেশ্বর প্রসাদ সিনহা
  7. পি. বি. গজেন্দ্রগদকর
  8. অমল কুমার সরকার
  9. কোকা সুব্বা রাও
  10. কৈলাশ নাথ ওয়াঞ্চু
  11. মোহাম্মদ হিদায়াতুল্লাহ
  12. জয়ন্তীলাল ছোটলাল শাহ
  13. সর্ব মিত্র শিক্রি
  14. এ. এন. রায়
  15. মির্জা হামিদুল্লাহ বেগ
  16. ওয়াই. ভি. চন্দ্রচূড়
  17. পি. এন. ভাগবতী
  18. রঘুনন্দন স্বরূপ পাঠক
  19. এনগালাগুপ্পে সীতারামাইয়া ভেঙ্কটারামাইয়া
  20. সব্যসাচী মুখার্জি
  21. রঙ্গনাথ মিশ্র
  22. কমল নারায়ণ সিং
  23. মধুকর হীরালাল কানিয়া
  24. ললিত মোহন শর্মা
  25. এম. এন. ভেঙ্কটাচালিয়া
  26. আজিজ মুশাব্বের আহমাদি
  27. জে. এস. বার্মা
  28. এম. এম. পুনছি
  29. এ. এস. আনন্দ
  30. এস. পি. ভারুচা
  31. বি. এন. কিরপাল
  32. গোপাল বল্লভ পট্টনায়ক
  33. ভি. এন. খারে
  34. এস. রাজেন্দ্র বাবু
  35. আর. সি. লাহোতি
  36. ওয়াই. কে. সভরওয়াল
  37. কে. জি. বালাকৃষ্ণন
  38. এস. এইচ. কাপাডিয়া
  39. আলতামাস কবীর
  40. পি. সতশিবম
  41. রাজেন্দ্র মাল লোধা
  42. এইচ. এল. দট্টু
  43. টি. এস. ঠাকুর
  44. জে. এস. খেহর
  45. দীপক মিশ্র
  46. রঞ্জন গগৈ
  47. শরদ অরবিন্দ বোবডে
  48. এন ভি রামানর(বর্তমান)[৩]

তথ্যসূত্র

  1. Narasimham, R L, Justice (CJ, Orissa H. C.)। "Chief Justice Sinha - A Review of Some of His Decisions (page 5 of 8) (PDF)" (PDF)Indian Law Institute। ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭ 
  2. Saxena, Namit (২৩ ডিসেম্বর ২০১৬)। "New Captain Of The Ship, Change In Sailing Rules Soon?"Live Law। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭ 
  3. "Daily Current Affairs 29 Oct 2019; PendulumEdu" 

বহিঃসংযোগ