মধুরা নায়েক

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মধুরা নায়েক
Madhura SS.jpg
২০১২ সালে মধুরা
জন্ম
মধুরা হেমন্ত নায়েক

(1987-07-19) ১৯ জুলাই ১৯৮৭ (বয়স ৩৬)
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৭ – বর্তমান

মধুরা হেমন্ত নায়েক (জন্ম: ১৯ জুলাই, ১৯৮৭) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি পেয়ার কি ইয়ে এক থেকে কাহানী, ইস পেয়ার কো ক্যায়া নাম দ্যু, হাম নে লি হ্যাঁয়- শপথ এবং তুমহারি পাখি-এর মতো টেলিভিশন অনুষ্ঠানগুলিতে কাজ করেছেন।

কর্মজীবন

মধুরা একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন, যা তাকে শেল ওসওয়ালের মিউজিক ভিডিও "উমর ভর" এ নিয়ে যায়। তারপরে তিনি তার প্রথম অনুষ্ঠান কাহানি ঘর ঘর কি-তে স্বাক্ষর করেছিলেন। তারপরে তিনি চার বছরেরও বেশি সময় ধরে বালাজি টেলিফিল্মের সাথে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ৯এক্স চ্যানেলে কাহে না কাহে, সনি টিভিতে ভাস্কর ভারতী, কিস দেশ মে হ্যাঁয় মেরা দিল, এক ননদ কি খুশিওঁ কি চাবি...মেরি ভাবী, স্টার প্লাসে কায়ামাত এবং স্টার ওয়ানে পেয়ার কি ইয়ে এক কাহানী-তে অভিনয় করেছিলেন।

এছাড়াও তিনি ইউটিভি বিন্দাসের অনুষ্ঠান সুপারড্যুড-এর সহ-উপস্থাপক ছিলেন। তিনি স্টার প্লাসের ধারাবাহিক এক ননদ কি খুশিওঁ কি চাবি...মেরি ভাবী-তে জাসপ্রীত নামে একজন আইনজীবীর চরিত্রে একটি বিশেষ চরিত্রে উপস্থিত হয়েছিলেন। তিনি ময়ূরী চরিত্রে টেলিভিশন অনুষ্ঠান নাগিন-এ অভিনয় করেছিলেন। লাইফ ওকে'র তুমহারি পাখি-তে তাকে তানিয়া রানা চরিত্রে দেখা গিয়েছিল। তিনি তু সূর্য ম্যাঁয় সাঁঝ, পিয়াজি-তে মুখ্য অভিনেত্রী হিসাবে পালোমির চরিত্রে অভিনয় করেছিলেন।

চলচ্চিত্রের তালিকা

বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০০৭ গুড বয়, ব্যাড বয় রাজুর বোন
২০১০ পেয়ার ইম্পসিবল আলিশার বন্ধু

টেলিভিশন

বছর অনুষ্ঠান ভূমিকা
২০০৭ কাহে না কাহে নীনা (মূখ্য)
আম্বর ধারা
২০০৮ স্বপ্ন বাবুল কা...বিদায় সোনিয়া
সঙ্গম কাবেরী
কিস দেশ মে হ্যাঁয় মেরা দিল মায়া হারমান জুনেজা
২০০৯ ভাস্কর ভারতী
শকুন্তলা রাজকুমারী গৌরী
২০১০ দিল মিল গায়ি সুবর্ণা মোদী
২০১১ পেয়ার কি ইয়ে এক কাহানী তনুশ্রী আম্বোলকার[১]
২০১২ সুপারড্যুড সহ-উপস্থাপক[২]
হাম নে লি হ্যাঁয়...শপথ শিখা (মূখ্য)[৩]
ইস পেয়ার কো ক্যায়া নাম দু? শীতল কাপুর
২০১৩ তুমহারি পাখি তানিয়া রানা[৪]
এক ননদ কি খুশিওঁ কি চাবি...মেরি ভাবী জাসপ্রীত/জাস
উত্তরণ নিলোফার[৫]
২০১৪ কমেডি ক্লাসেস[৬] শুভলক্ষ্মী
ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৩ প্রতিযোগী
তুম ইয়েসে হি রেহনা আঁচল
২০১৫ আকবর বীরবল কায়ামত বানু
২০১৬ নাগিন ময়ূরী
২০১৭ - ২০১৮ তু সূর্য ম্যাঁয় সাঁঝ, পিয়াজি পালোমি
২০১৮ তেনালি রামা রাণী মুনমুন
কৌন হ্যাঁয়? নন্দিনী
২০১৮ - ২০১৯ কসৌটি জিন্দেগি কে মাধুরী

তথ্যসূত্র

  1. "THE GHOST'S CHARACTER ATTRACTED ME TO TAKE UPTUM AISE HI REHNA : MADHURA NAIK"setindia.com। SET India। 
  2. "Madhura Naik gets an engagement ring!"The Times of India। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২ 
  3. "Dejected Madhura quits the show"The Times of India। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১২ 
  4. "Madhura Naik roped in to play Iqbal's love interest in Tumhari Paakhi?"in.lifestyle.yahoo.com। Yahoo Lifestyle India। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০ 
  5. "Madhura Naik to be a wild card entry on Bigg Boss?"Indiatimes। Times of India। 
  6. "The Students Of Comedy Classes Bruna Abdullah,Madhura Naik Life Ok"Rediff 

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে মধুরা নায়েক সম্পর্কিত মিডিয়া দেখুন।