মিনি মাথুর

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মিনি মাথুর
Mini Mathur on Day 2 of Lakme Fashion Week 2017 (17) (cropped).jpg
২০১৭ সালে মিনি মাথুর
জন্ম (1970-08-21) ২১ আগস্ট ১৯৭০ (বয়স ৫৩)
জাতীয়তাভারতীয়
দাম্পত্য সঙ্গীকবির খান

মিনি মাথুর (জন্ম: ২১শে আগস্ট ১৯৭৫) হলেন একজন ভারতীয় টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী এবং মডেল। তিনি সঙ্গীত বিষয়ক জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়ান আইডলের চতুর্থ আসরে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি এমটিভি ভারতে একজন ভিজে হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে কাজ করেছেন। তিনি বিপণন বিভাগ হতে এমবিএ সম্পন্ন করেছেন।অতঃপর তিনি আই, মি অউর ম্যায় নামক একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রাজনীতিবিদ, শিল্পপতি এবং নীতি নির্ধারকদের নিয়ে দিল্লি দিল সে নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন; যেখানে তিনি সকলের সাক্ষাৎকার গ্রহণ করতেন। তিনি ২০০৭ সালে নৃত্যানুষ্ঠান ঝলক দিখলা যা-এর দ্বিতীয় আসরের একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।[১][২]

শিক্ষা

মিনি মাথুর ভারতের অন্যতম জনপ্রিয় একজন টেলিভিশন উপস্থাপক। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি শ্রীরাম কলেজ থেকে ইংরেজি সাহিত্য বিভাগ হতে এবং গাজিয়াবাদের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে ব্যবসায় পরিচালনা বিভাগ হতে ডিগ্রি অর্জন করেছেন।[৩]

পেশা

তিনি নতুন দিল্লির আইএমটি ক্যাম্পাসে থাকাকালীন জে ওয়াল্টার থম্পসনের বিজ্ঞাপনীতে একজন পেশাদার মডেল হিসাবে তাঁর জীবন শুরু করেছিলেন। রে ব্যান সানগ্লাসের মডেল হওয়ার সুযোগের ফলে তাঁকে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মডেল হওয়ার প্রস্তাব প্রদান করা হয়েছিল। অতঃপর তিনি তোল মোল কে বোল নামে ভারতীয় টেলিভিশনের প্রথম খেলা ভিত্তিক অনুষ্ঠানে কাজ করেছেন।[৩] তিনি আরও বেশ কয়েকটি গেম, কুইজ শো এবং একটি ভ্রমণ ভিত্তিক অনুষ্ঠানে কাজ করেছেন; যার ফলে মুম্বইয়ের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন; যেখানে তিনি একজন ভিজে হিসাবে কাজ করেছিলেন। চার বছরে তিনি এমটিভি ইন্ডিয়া প্রচারিত আন্তর্জাতিক শিল্পীদের দ্বারা সংগীত পরিচালনা, চলচ্চিত্র এবং পপ তারকাদের জীবনধারা বিষয়ে একটি সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি যুব ক্যাম্পাসে উপস্থিত হয়ে তাদেরকে প্রেম সম্পর্কে পরামর্শ দিতেন। তিনি বোম্বে ব্লাশ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন, যেটি যুক্তরাজ্যে প্রচারিত ভারতের সংস্কৃতি বিষয়ক একটি অনুষ্ঠান। তিনি বিবিসি ২-এ প্রচারিত এই অনুষ্ঠানে ২য় আসরের উপস্থাপনা করেছেন।

তিনি রাজনৈতিক জগতে একজন আগ্রহী ব্যক্তিত্ব। তিনি জাতীয় চ্যানেল ডিডি-এ রাজনীতিবিদ, শিল্পপতি এবং মতামত প্রস্তুতকারীদের সাথে একটি সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি শৈলী বোধ এবং প্রাণবন্ত রঙিন হ্যান্ডলুম শাড়ির প্রতি তার ভালবাসার জন্য পরিচিত, মিনি আল্ট্রা ডিউলাক্স, লরিয়াল এবং কমফোর্টের জন্য প্রচুর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।[৩]

তথ্যসূত্র

  1. "Katrina Kaif makes pancakes on friend Mini Mathur's show"। timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১০ 
  2. "I don't like to be boxed': Mini Mathur"। thehindu.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১০ 
  3. ৩.০ ৩.১ ৩.২ "Mini Mathur Wiki, Age, Husband, Family, Biography & More"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 

বহিসংযোগ