যোগেশ পাতিল

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
যোগেশ পাতিল

যোগেশ পাতিল (জন্ম: ২৬ জুন ১৯৭২) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি মহারাষ্ট্র রাজ্যের এবং শিবসেনার অন্তর্গত। [১] তিনি ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রাজ্য মহারাষ্ট্রের ভিওয়ান্ডি আসনের বিধানসভার সদস্য (এমএলএ) হিসাবে দায়িত্ব পালন করেছেন।

কৃষি (বর্ণ) হিন্দু পরিবারে জন্ম ও বেড়ে ওঠা, পাটিল একজন ছাত্র নেতা এবং একজন দক্ষ কাবাডি খেলোয়াড় উভয়ই হয়ে ওঠেন। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, যেখানে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং একজন ছাত্রনেতা ছিলেন।

তথ্যসূত্র

  1. "Sena MLA, parents knifed in their Bhiwandi home"Daily News and Analysis। ১১ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪