রাগিনী নন্দওয়ানী

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রাগিনী নন্দওয়ানী
Ragini Nandwani at the special screening of Dehraadun Diary (60071215) (cropped).jpg
২০১৬ সালে রাগিনী নন্দওয়ানী
জন্ম
শীনা নন্দওয়ানী

(1989-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৭–বর্তমান

রাগিনী নন্দওয়ানী (জন্ম: ৪ঠা সেপ্টেম্বর ১৯৮৯) হলেন একজন ভারতীয় চলচ্চিত্রটেলিভিশন অভিনেত্রী। তিনি ২০১১ হতে ২০১২ সাল পর্যন্ত মিসেস কৌশিক কি পাঁচ বহুয়েঁ নামক হিন্দি টেলিভিশন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।[১] তিনি সত্য হত্যা মামলার উপর ভিত্তি করে অপরাধমূলক রোমাঞ্চকর চলচ্চিত্র দেরাদুন ডায়রি (২০১৩)-এ অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

নন্দওয়ানী তামিল থ্রিলার চলচ্চিত্র থালাইভা-তে অভিনয়ের মধ্য দিয়ে তামিল চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন; এই চলচ্চিত্রটি এ. এল. বিজয় পরিচালনা করেছিলেন। তিনি এই চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন[২] এবং তাঁর অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

তিনি বর্তমানে ক্রুপা স্বামীঞ্চি নামক একটি মারাঠি চলচ্চিত্রের জন্য কাজ করছেন। তিনি একটি বলিউড চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।[৩] তিনি পেরুচাজী নামে একটি মালয়ালম চলচ্চিত্রে কাজ করেছেন, যেখানে তিনি মোহনলালের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন।[৪]

প্রারম্ভিক জীবন

রাগিনী নন্দওয়ানী ১৯৮৯ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেরাদুনের করেনি মার্শাল স্কুল হতে থেকে তাঁর স্কুল জীবনের শিক্ষা গ্রহণ করেছিলেন এবং দিল্লির দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনার্স শেষ করে একটি মাস্টার ডিগ্রী লাভ করেছেন।

পেশা

রাগিনী নন্দওয়ানী ইয়ে মেরি লাইফ হ্যায়, থোড়ি খুশি থোড়ে গম এবং সি.আই.ডি. (একটি পর্বে অভিনয় করেছিলেন)-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন।

২০১১ সালে, নন্দওয়ানী জি টিভির মিসেস কৌশিক কি পাঁচ বহুয়েঁ নামক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসেন। এই ধারাবাহিকে নন্দওয়ানী একজন বিরল চরিত্রের পুত্রবধূ লাভলী কৌশিক নামক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন, এই নাটকে তাঁর অভিনয়ের জন্য তিনি সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে একই সময়ে একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁর সাথে যোগাযোগ করা হচ্ছিল। তিনি উক্ত চলচ্চিত্রটির জন্য অডিশন দেওয়ার পর নির্বাচিত হন।[৫] তারপরে নন্দওয়ানী ২০১২ সালের অক্টোবর মাসে টেলিভিশন জগত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাঁর পরিবর্তে অন্য এক অভিনেত্রী তাঁর স্থানে অভিনয় করা শুরু করে।[৬][৭]

অতঃপর নন্দওয়ানী একটি হিন্দি চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন, যা পরে দেরাদুন ডায়রি নামে নামাঙ্কিত করা হয়েছিল। এই চলচ্চিত্রে তিনি অধ্যয়ন সুমন, অশ্বিনী কালসেকর, রতি অগ্নিহোত্রী, নীলিমা আজিম এবং রোহিত বকশির মতো অভিনয়শিল্পীদের সাথে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি একটি সত্য খুনের মামলার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল।[৮][৯] এই চলচ্চিত্রটি ২০১৩ সালের ৪ঠা জানুয়ারি তারিখে মুক্তি পেয়েছিল; তবে এটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র হিসেবে প্রমাণিত হতে পারেনি।[১০] এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র নেতিবাচক পর্যালোচনাও গ্রহণ করেছিল।[১১] এই চলচ্চিত্রটির ব্যর্থতা সত্ত্বেও নন্দওয়ানী অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন।

তথ্যসূত্র

  1. "Ragini Nandwani as Lovely in Mrs Kaushik ki Paanch Bahuein" 
  2. "Bollywood's Ragini Nandwani joins Vijay for Thalaivaa" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Telly actress Ragini Nandwani makes a slow and steady start" 
  4. "Ragini Nandwani: Heroin of Peruchazhi"। ১৬ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  5. "Ragini Nandwani Talks About Her Upcoming Film 'Dehraadun Diary'" 
  6. "Ragini Nandwani to quit Mrs Kaushik Ki Paanch Bahuein" 
  7. "Ragini Nandwani wishes the new Lovely of Mrs. Kaushik, Vindhya Tiwari all the very best..." 
  8. "Dehraadun Diary Movie based on True Story"। ৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  9. "'Dehraadun Diary' set for release in Jan" 
  10. "Bollywood in 2013 suffering 'flops' and 'disasters'" 
  11. "Dehraadun Diary" 

বহিঃসংযোগ