রাম চরণ

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রাম চরণ
Ram Charan promoting Zanjeer.jpg
জন্ম
রামচরণ তেজা

(1985-03-27) ২৭ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)[১]
পেশাঅভিনেতা
প্রযোজক
মা টিভির গুরুত্বপূর্ণ ব্যক্তি
উদ্যোক্তা
কর্মজীবন২০০৭-বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • উপাসনা কামিনী
    (বি. ২০১২ – বর্তমান)
পিতা-মাতাচিরঞ্জীবী
সুরেখা কোনিডেলা
আত্মীয়আল্লু রাম লিঙ্গীয়াহ (নানা)
নগেন্দ্র বাবু (চাচা)
পবন কল্যাণ (চাচা)
রেণু দেশাই (চাচী)
আল্লু অরবিন্দ (মামা)
অল্লু অর্জুন (মামাতো ভাই)

আল্লু স্নেহা (মামাতো বোন)
আল্লু শিরিষ (মামাতো ভাই)
সুস্মিতা (বোন)
শ্রীজা(বোন)

রামচরণ তেজা (তেলুগু: రౌ౦ చరణ్ తేజ) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত তেলুগুভাষী চলচ্চিত্রে কাজ করেন। তিনি দুইটি অন্ধ্র প্রদেশ রাজ্য নন্দী পুরস্কার, দুইটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, দুইটি সিনেমা এওয়ার্ডস এবং একটি সন্তোষম সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন। তিনি মা টিভির বোর্ড অব ডিরেক্টরের সদস্য।[৩]। তিনি একজন সফল উদ্যোক্তা।[৪] ভারতীয় ব্যবসা ম্যাগাজিন ২০১৩ সালের ভারতীয়দের আয়ের তালিকায় তেজাকে ৬৯ নম্বরে রাখেন। সেই বছরে তার আয় ছিল ১২.৬৯ কোটি রুপি (ইউএস$১.৯ মিলিয়ন)।[৫]

ব্যক্তিগত জীবন

রাম চরণ তেলুগু ছবির অন্যতম নায়ক চিরঞ্জীবি ও সুরেখার পুত্র। তার আরও দুই বোন রয়েছে। তিনি আল্লু রাম লিঙ্গাইয়া-এর নাতি (দৌহিত্র) ও নাগেন্দ্র বাবু, পবন কল্যাণ, এবংআল্লু আরবিন্দ-এর ভ্রাতষ্পুত্র (ভাগ্নে)। আল্লু আর্জুন, বরুণ তেজ এবং সাঁই ধারাম তেজ-এর চাচাতো ভাই। চরণ বিয়ে করেন উপাসনা কামিনেনি, ১লা ডিসেম্বর ২০১১ সালে হায়দ্রাবাদে তিনি অ্যাপোলো চেরিটি'র ভাইস-চেয়ারম্যান ও বি পজিটিভ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ছিলেন। উপাসনা প্রতাপ সি রেড্ডীর নাতনী হন, যিনি কিনা অ্যাপোলো হাসপাতাল-এর নির্বাহী (এক্সিকিউটিভ) চেয়ারম্যান .[৬] তারা বিবাহ করেন ১৪ জুন, ২০১২ সালে টেম্পল ট্রিজ হাউসে।[৭]

অন্য কর্মকাণ্ড

তিনি একজন সফল অভিনেতা। kjh

কর্মজীবন

২০০০ সাল-২০১৫ সাল

২০১৩ সাল-বর্তমান

চলচ্চিত্র তালিকা

মুখ্য চরিত্রে

সূত্র
ছুরি চিহ্নিত ছবি এখনো মুক্তি পায়নি।
সাল নাম ভূমিকা পরিচালক ভাষা
২০০৭ চিরুথা চরণ পুরি জগন্নাধ তেলুগু
২০০৯ মাগাধীরা কালা ভৈরব / হর্ষ এস. এস. রাজামৌলি
২০১০ অরেঞ্জ রাম ভাস্কর
২০১২ রাচা রাজ সম্পথ নন্দী
২০১৩ নায়ক সিদ্ধার্থ নায়ক / চরণ ভি. ভি. বিনায়ক
জঞ্জির এসিপি বিজয় খান্না অপূর্ব লাখিয়া হিন্দি / তেলুগু
২০১৪ ইয়েভদু সত্য / রাম / চরণ ভামসি পাইদিপাল্লি তেলুগু
গোবিন্দ আন্দারিভাদেলে অভি রাম কৃষ্ণা ভামসি
২০১৫ ব্রুস লী : দ্য ফাইটার ব্রুস লী / কার্তিক শ্রীনু ভাইটলা
২০১৬ ধ্রুবা ধ্রুবা শুরেন্দর রেড্ডি
২০১৮ রাঙ্গাস্থালাম চেলুবোইনা চিত্তি বাবু সুকুমার
২০১৯ বিনয়ী বিদেয়ী রমা কোনিডেলা রাম বয়াপতি শ্রীনু
২০২০ আরআরআর ছুরি আল্লুরি সিতারামারাজু এস. এস. রাজামৌলি

অতিথি চরিত্রে এবং প্রযোজক

সূত্র
ছুরি চিহ্নিত ছবি এখনো মুক্তি পায়নি।
সাল নাম ভূমিকা পরিচালক ভাষা
২০১৭ খিলাড়ি নাম্বার ১৫০ বিশেষ উপস্থিতি (গানে), এছাড়াও প্রযোজক ভি ভি বিনায়ক তেলুগু
২০১৯ সিয়ে রা নরসিংহ রেড্ডি প্রযোজক সুরেন্ডার রেড্ডি
২০২০ আচার্য ছুরি ধাই, এছাড়াও প্রযোজক কোরাতলা শিব

পুরস্কার ও সম্মাননা

বছর পুরস্কার ক্যাটেগরি ছবি ফলাফল উৎস
২০০৭ সাল নন্দি পুরস্কার বিশেষ জুরি পুরস্কার চিরুথা বিজয়ী [৮]
দক্ষিণ ফিল্মফেয়ার পুরস্কার সেরা নতুন মুখ (পুরুষ)-দক্ষিণ বিজয়ী [৯]
২০০৯ সাল নন্দি পুরস্কার বিশেষ জুরি পুরস্কার মাগাধীরা বিজয়ী [১০]
দক্ষিণ ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেতা - তেলুগু বিজয়ী [১১]

তথ্য সূত্র

  1. Happy Birthday Ram Charan Teja: 'Magadheera' Hero Turns 28 - International Business Times
  2. "Ram Charan Teja is an Telugu actor was born in Chennai, Tamil Nadu on 27 March 1985"The Times Of India 
  3. "Board of Directors"। www.maatv.com। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪ 
  4. Arts / Cinema : Horsing around ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ এপ্রিল ২০১২ তারিখে. The Hindu (4 September 2011). Retrieved on 26 April 2012.
  5. "Pawan Kalyan tops Forbes list in Tollywood - The Times of India"The Times Of India 
  6. "Nothing will change the person I am, says Upasana Kamineni"। andhrabuzz.com/। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভে ২০১১ 
  7. "Ram Charan marries Upasana date=14 June 2012"The Times of India। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  8. "Nandi awards 2007 announced"। idlebrain.com। ২০০৮-০১-১২। 
  9. "NTR bags Filmfare award - Telugu Movie News"IndiaGlitz.com 
  10. "Nandi awards 2009 announced"। idlebrain.com। ২০১০-১০-০৭। 
  11. "Filmfare Awards winners"The Times of India। ২০১০-০৮-০৯।