রাহুল ঢোলাকিয়া

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রাহুল ঢোলাকিয়া
Rahul Dholakia.jpg
জন্ম
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন২০০৩ - বর্তমান
ওয়েবসাইটhttp://www.rahuldholakia.com/

রাহুল ঢোলাকিয়া একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজকচিত্রনাট্যকার। তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পারজানিয়া (২০০৫) চলচ্চিত্রের জন্যে তিনি বিখ্যাত।[১][২] এর পূর্বে তিনি টিনএজ প্যারেন্টসনিউইয়র্ক ট্যাক্সি ড্রাইভার নামে দুটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন।

প্রথম জীবন ও শিক্ষা

পেশাদার বিজ্ঞাপননির্মাতা রক্ষা এবং পরী ঢোলাকিয়ার সন্তান রাহুল জন্মগ্রহণ করেন মুম্বাইয়ে। ছোটবেলায় সেখানেই তিঅঁই পড়ালেখা করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ হতে বিএসসি সমাপ্ত করেন।

কর্মজীবন

সম্প্রতি তিনি শাহরুখ খান অভিনীত রইস চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। চলচ্চিত্রটি ২০১৭-র ২৫ জানুয়ারি তারিখে মুক্তির অপেক্ষায় আছে।

চলচ্চিত্র-তালিকা

চলচ্চিত্র বছর পরিচালক প্রযোজক লেখক Notes
কেহতা হ্যায় দিল বার বার ২০০২ হ্যাঁ
পারজানিয়া[৩] ২০০৭ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মুম্বাই কাটিং ২০০৮ হ্যাঁ হ্যাঁ segment "Bombay Mumbai Same Shit"
লামহা ২০১০ হ্যাঁ হ্যাঁ
রইস ২০১৭ হ্যাঁ হ্যাঁ মুক্তি পাবে ২৫ জানুয়ারি ২০১৭

পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।