রিচি সোলায়মান

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রিচি সোলায়মান
জন্ম
রিতা ফারিয়া রিচি
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী, বিজ্ঞাপন মডেল, ক্লাসিকাল নৃত্যশিল্পী, উপস্থাপক, নাট্য প্রযোজক, চিত্র নাট্যকার

রিচি সোলায়মান একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি ৪০টির বেশি বাংলা ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন, দেড় শতাধিক বা তার অধিক খন্ড নাটকে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন একক নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে।

শৈশব

রিচি সোলায়মান বাংলাদেশের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তার বাবা এম. এম. সোলায়মান একজন ব্যবসায়ী। রিচি সোলায়মান ঢাকায় সেন্ট জুডস্ টিউটোরিয়াল বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষাগ্রহণের পর তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ব্যবসা প্রশাশনে স্নাতক (বিবিএ) সম্পন্ন করেন।

কর্মজীবন

রিচি সোলায়মান ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত ফারুখ ভুঁইয়া প্রযোজিত টনি ডায়েসের বিপরীতে "বেলা ও বেলা" নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নিজেকে বাংলাদেশী মিডিয়ার অন্যতম প্রধান অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ৪০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ কাজ করেছেন। ২০১৫ সাল পর্যন্ত সোলাইমান অনেক বিখ্যাত টেলিফিল্ম, নাটক, সিরিয়াল, টিভি বিজ্ঞাপনে কাজ করেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নীরব প্রেম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।[১]

কাজ

চলচ্চিত্র

  • নীরব প্রেম (অমুক্তিপ্রাপ্ত জানুয়ারি ১৩ অনুযায়ী)

নাটক

বছর শিরোনাম লেখক/পরিচালক সহ-শিল্পী টীকা
আবেগ
যৌতুকের কৌতুক আজিজুল হাকিম
সোনার ময়না পাখি
সুখতারা
ফুচকা বিলাস
সাতকাহন
রুবি রায়
পিপাসা জাহিদ হাসান ,
বীরপুরুষ বশীকরণ শিমুল
অন্তরে বৈরাগী জাহিদ হাসান
একজন এসেছিল মিলন
লোডশেডিং মাহফুজ
অপেক্ষার বৃষ্টি চয়নিকা চৌধুরী অপূর্ব
অনলাইন ডট কম জাহিদ হাসান
যেতে পারি কিন্তু কেন যাবো চয়নিকা চৌধুরী অপূর্ব
সুখের বৈঠা চয়নিকা চৌধুরী অপূর্ব
আলোছায়ায় চয়নিকা চৌধুরী অপূর্ব
এই দিনের অপেক্ষায় চয়নিকা চৌধুরী অপূর্ব
দুজনে দেখা হলো চয়নিকা চৌধুরী অপূর্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "নিরব প্রেমে রিচি"। নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]