রোশনি চোপড়া

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রোশনি চোপড়া
Roshni Chopra actress.jpg
২০১২ সালে রোশনি চোপড়া
জন্ম (1980-11-02) ২ নভেম্বর ১৯৮০ (বয়স ৪৩)
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক
কর্মজীবন২০০১–বর্তমান
দাম্পত্য সঙ্গীসিদ্ধার্থ কুমার আনন্দ
সন্তান
পিতা-মাতারবি চোপড়া (বাবা)
মঞ্জু চোপড়া (মা)
আত্মীয়দিয়া চোপড়া (বোন)

রোশনি চোপড়া হলেন একজন ভারতীয় অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক। তিনি এনডিটিভি ইমাজিনে প্রচারিত একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান দিল জিতেগী দেশি গার্ল এর উপস্থাপক।[১] তিনি জি টিভিতে প্রচারিত কসম সে নামক টেলিভিশন ধারাবাহিকে পিয়া নামক একটি চরিত্র, যেটি কেন্দ্রীয় তিন চরিত্রের একটি, সেটিতে অভিনয় করেছেন।

ক্যারিয়ার

রোশনি চোপড়া জি টিভিতে প্রচারিত কসম সে নামক টেলিভিশন ধারাবাহিকের প্রধান তিন মহিলা চরিত্রের একজন পিয়ার (যে নায়িকা বনি ওয়ালিয়ার ছোট বোন) চরিত্রে অভিনয় করার মাধ্যমে টেলিভিশন জগতে প্রবেশ করেছেন।[২] তিনি আওয়ার ওউন ইংলিশ হাই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। তিনি ফোর্থ আম্পায়ার নামে পরিচিত দূরদর্শনে প্রচারিত পূর্ব-ম্যাচ ক্রিকেট অনুষ্ঠানের উপস্থাপকও ছিলেন। ২০০৪ সালে ইন্ডিয়া'স গট ট্যালেন্ট নামক টেলিভিশন অনুষ্ঠানের (যেটি গট ট্যালেন্ট নামক মার্কিন অনুষ্ঠানের ভারতীয় সংস্করণ) তিনজন বিচারকের একজন ছিলেন।

চোপড়া চলচ্চিত্র পরিচালক বিক্রম ভাটের চলচ্চিত্রে, ফির-এ অভিনয় করেছেন, যেটি ২০১১ সালের ১২ই আগস্ট তারিখে মুক্তি পেয়েছিল। তিনি ২০০৯-১০ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত কমেডি সার্কাস তিন কা তড়কা নামক অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। অতঃপর তিনি স্টার স্পোর্টসে প্রচারিত হিরোস - মোমেন্টস অ্যান্ড মেমোরিজ নামক অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ভৌতিক টেলিভিশন ধারাবাহিক আহট -এর একটি পর্ব মৌত কা খেল এ অভিনয় করেছেন।[কখন?] তিনি কালার্স টিভিতে প্রচারিত কমেডি নাইটস উইথ কপিল নামক সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছেন। অতঃপর তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত দ্য ড্রামা কোম্পানির একটি পর্বে কাজ করেছেন। সম্প্রতি তিনি একই চ্যানেলে কপিল শর্মার উপস্থাপনায় জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো-এর একটি পর্বে অভিনয় করেছেন।

২০১১ সালের ২৯শে জানুয়ারি তারিখে, স্টার প্লাসে প্রচারিত অনুষ্ঠানে পেয়ার মে টুইস্ট এ কাজ করেছেন।[৩]

ব্যক্তিগত জীবন

রোশনি চোপড়া ১৯৮০ সালের ২রা নভেম্বর তারিখে ভারতের নতুন দিল্লিতে রবি চোপড়া এবং মঞ্জু চোপড়ার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। দিয়া চোপড়া নামে তাঁর একজন বোন রয়েছেন, যিনি একজন অভিনেত্রী। চোপড়া চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ কুমারকে বিবাহ করেছেন। তিনি ২০১২ সালের ৫ই নভেম্বর তারিখে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, যার নাম জয়বীর। তিনি ২০১৬ সালের ১৮ই আগস্ট তারিখে তার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রিয়ান।[৪] তিনি জনপ্রিয় বলিউড চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার পরিবারের একজন সদস্য।

তথ্যসূত্র

  1. "Roshni Chopra bags Desi Girl title"। Hindustan Times। ২২ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১০ 
  2. "Desi Girl' Roshni Chopra now eyes Hollywood"। IANS। ৯ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১০ 
  3. "Star Plus gets ready with two weekend shows"। সংগ্রহের তারিখ ২০১১-০১-২৫ 
  4. Mattoo, Seema (১০ জুলাই ২০১৬)। "Roshni Chopra expecting her second child"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৩ 

বহিঃসংযোগ

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।